২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য জায়গা থেকেও অ্যাপ নামানো যাবে

আইফোনে অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকেও অ্যাপ ও গেম নামানো যাবেছবি: রয়টার্স

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা শুধু অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোরে থাকা অ্যাপ বা গেম নামিয়ে ব্যবহার করতে পারেন। ফলে চাইলেও অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোরে থাকা অ্যাপ বা গেম ব্যবহার করতে পারেন না তাঁরা। এবার আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ও গেম নামানোর সুযোগ চালু করতে যাচ্ছে অ্যাপল। সবকিছু ঠিক থাকলে বাজারে আসতে যাওয়া ‘আইওএস ১৭.২’ সংস্করণ থেকে এ সুবিধা ব্যবহার করতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টে (ডিএমএ) অ্যাপলকে ডিজিটাল বাজারের সমতা নিশ্চিত করতে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনায় অ্যাপলের তৈরি আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ দিতে বলা হয়েছে। তাই ইউরোপের বাজারে নিষেধাজ্ঞা এড়াতেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন এ সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ১৭.২ সংস্করণ থেকেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে নিজেদের পছন্দমতো অ্যাপ ও গেম নামিয়ে ব্যবহার করতে পারবেন। তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস