কম্পিউটারেও ব্যবহার করা যাবে ট্রুকলার অ্যাপ
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ওয়েব সংস্করণ চালু করেছে অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। ‘ট্রুকলার ফর ওয়েব’ নামের ওয়েব সংস্করণটি কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কিউআর কোডের মাধ্যমে উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারে ট্রুকলার অ্যাপ ব্যবহার করতে পারবেন।
ট্রুকলারের তথ্যমতে, প্রাথমিকভাবে ট্রুকলার ফর ওয়েব সংস্করণটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও ওয়েব সংস্করণ চালু করা হবে। কম্পিউটারে ওয়েব সংস্করণ চালুর পর ৩০ দিন অব্যবহৃত থাকলে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। এ ছাড়া সেটিংস থেকেও ওয়েব সংস্করণ লগআউট করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের ওয়েব সংস্করণের আদলে ব্যবহার করা যাবে।
স্মার্টফোনে ফোন নম্বর সংরক্ষণ করা না থাকলেও ট্রুকলার অ্যাপের মাধ্যমে কল করা ব্যক্তির পরিচয়, কল নোটিফিকেশন সহজে জানা যায়। এমনকি নির্দিষ্ট নম্বর থেকে আসা কল ব্লকও করা যায় অ্যাপটির সাহায্যে। ট্রুকলারে এসএমএস মিররিং সেবাও চালু রয়েছে। ওয়েব সংস্করণ চালুর ফলে কম্পিউটার থেকেও এসব সুবিধা ব্যবহার করা যাবে।
সম্প্রতি ট্রুকলারে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে দ্রুত স্প্যাম কল শনাক্ত, ব্লক করার পাশাপাশি সহজেই কল রেকর্ড করা যায় অ্যাপটিতে। নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও ট্রুকলার অ্যাপের সব সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: টেক ক্র্যান্চ