আইবিএমের ওয়েবসাইট চালু

আইবিএম ডট কম ঠিকানায় ইন্টারনেটে প্রথম ওয়েবসাইট প্রকাশ করে শীর্ষ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন।

১৯৭২ সাল থেকে আইবিএমের এই প্রতীক ব্যবহৃত হচ্ছেআইবিএম ডট কম

১৯ মার্চ ১৯৮৬
আইবিএমের ওয়েবসাইট চালু
আইবিএম ডট কম ঠিকানায় ইন্টারনেটে প্রথম ওয়েবসাইট প্রকাশ করে শীর্ষ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। ‘বিগ ব্লু’ ডাকনামে পরিচিত আইবিএম বর্তমানে ১৭৫টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যারমঙ্কে আইবিএমের সদর দপ্তর। বর্তমানে বিশ্বে শিল্প খাতে সবচেয়ে বড় গবেষণার সুবিধা রয়েছে আইবিএমে। ১২টির বেশি দেশে গবেষণার জন্য আইবিএমের স্থাপনা রয়েছে। ১৯৯৩ থেকে ২০২১—টানা ২৯ বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বার্ষিক পেটেন্ট–স্বত্বের অধিকারী আইবিএম। ১৯১১ সালে আইবিএম প্রতিষ্ঠিত হয়।

জাস্টিন ক্যান
উইকিমিডিয়া

১৯ মার্চ ২০০৭
জাস্টিন ডট টিভি সাইটে ২৪/৭ সরাসরি সম্প্রচার
নিজের ও পরিবারের দৈনন্দিন জীবনযাপনের নানা বিষয় নিয়ে ইন্টারনেটে প্রথমবারের মতো ২৪/৭ সরাসরি সম্প্রচার করেন মার্কিন উদ্যোক্তা ও বিনিয়োগকারী জাস্টিন ক্যান। নিজের  জাস্টিন ডট টিভি ওয়েবসাইটে এই লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার চালান তিনি। এই সম্প্রচারে জাস্টিনের মা–বাবাও অংশ নেন। জাস্টিনের মাথায় একটি ব্যান্ডের সঙ্গে ওয়েবক্যাম যুক্ত ছিল। সেই ক্যামে ধারণ করা ভিডিও ওয়েবে সম্প্রচারিত হতো। সেই সময়ে জাস্টিনের বয়স ছিল মাত্র ২৩ বছর। জাস্টিন ক্যানের এই ‘লাইফকাস্টিং’ প্রায় আট মাস ধরে প্রচারিত হয়েছিল। ইয়েল ইউনিভার্সিটির স্নাতক জাস্টিন ১৯৮৩ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি জাস্টিন ডট টিভি ও টুইচের সহপ্রতিষ্ঠাতা। টুইচ থেকে তিনি ভিডিও অ্যাপ সোশ্যালক্যাম তৈরি করেন। এ ছাড়া তিনি প্রযুক্তি আইনবিষয়ক কোম্পানি অ্যাট্রিয়ামের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যান স্ট্যাশ নামে ভিডিও গেম নির্মাতাদের লেনদেন ও ই–কমার্স সেবাদাতা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। ২০১৯ সালে ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা স্টিভ চেনের সঙ্গে ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট থেটা প্রতিষ্ঠা করেন এবং উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।