অ্যাপলের মিররিং সুবিধায় ত্রুটি, তথ্য ফাঁসের আশঙ্কা

অ্যাপলের মিররিং সুবিধায় নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছেঅ্যাপল

অ্যাপলের মিররিং সুবিধা কাজে লাগিয়ে কাছাকাছি থাকা আইফোন ও ম্যাক কম্পিউটারকে তারবিহীনভাবে যুক্ত করা যায়। এর ফলে ম্যাক কম্পিউটার থেকে সহজেই আইফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি বার্তা পড়া যায়। আর তাই অফিসের কাজে ব্যস্ত থাকার সময় অনেকেই নিয়মিত এ সুবিধা ব্যবহার করে থাকেন। কিন্তু অ্যাপলের মিররিং সুবিধায় নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান সেভকো। এ ত্রুটির কারণে মিররিং সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সেভকোর তথ্যমতে, মিররিং সুবিধার ত্রুটির কারণে কেউ যদি তার আইফোন প্রতিষ্ঠানের ম্যাক কম্পিউটারের সঙ্গে যুক্ত করেন, তবে আইফোনের সব তথ্য প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হতে পারে। এর ফলে ব্যবহারকারীদের আইফোনে যেসব অ্যাপ রয়েছে, সেগুলোর তথ্য প্রতিষ্ঠানের নেটওয়ার্কে জমা হতে থাকে। আর তাই প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশ করে অন্য যেকোনো ব্যক্তি চাইলেই অন্য ব্যক্তির আইফোনে থাকা ব্যক্তিগত তথ্য জানাতে পারেন।

আরও পড়ুন

অ্যাপলের মিররিং সুবিধায় ত্রুটির কারণে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিয়ে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেভকো। আইফোন ব্যবহারকারীদের জন্য এ বিষয়ে সতর্কতা জারির পাশাপাশি ব্যক্তিগত আইফোন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মিররিং সুবিধায় ত্রুটি থাকার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপল। শুধু তা–ই নয়, কোনো নিরাপত্তা প্যাচও উন্মুক্ত করেনি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সেভকো জানিয়েছে, বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে এ ত্রুটি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর অ্যাপলকে জানানো হয়েছে। শিগগিরই অ্যাপল নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি মেইল, ফোর্বস।