ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতায় অংশ নিয়ে দুবাই যাওয়ার সুযোগ
উদ্ভাবনী তরুণদের জন্য সপ্তমবারের মতো ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতার আয়োজন করেছে মুঠোফোন সংযোগদাতা বাংলালিংক। আজ রোববার রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করে বাংলালিংকের প্রধান মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মনজুলা মোরশেদ বলেন, ‘বাংলালিংক সব সময় তরুণদের নিয়ে কাজ করতে চায়। তরুণেরাই আগামী দিনের ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তাই এ প্রতিযোগিতায় ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। এই উদ্যোগ নতুন প্রজন্মের ক্ষমতায়নের ভূমিকা পালন করবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলালিংক ইনোভেটর্স ৭.০ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প, কর্মশালার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। দেশের প্রতিভাবান তরুণদের উদ্ভাবনী ক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করতেই এই উদ্যোগ।
প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের কার্যালয় পরিদর্শনের সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া দল পাবে বাংলালিংকের স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টারে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। এ ছাড়া সেরা পাঁচটি দলের সদস্যরা বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন।