২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সবচেয়ে বেশি ফাঁস হওয়া ১০ পাসওয়ার্ড

পাসওয়ার্ড শব্দটিকেই অনেকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন।ফাইল ছবি

সাইবার হামলা থেকে রক্ষা পেতে সহজ পাসওয়ার্ড ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। কিন্তু কিছুতেই এ বিষয়ে ব্যবহারকারীদের সচেতন করা যাচ্ছে না। আর তাই সহজ পাসওয়ার্ড ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড সহজেই সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছে সাইবার অপরাধীরা।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডোজের গবেষকেরা জানিয়েছেন, অনলাইনে ইউজার নেম ও পাসওয়ার্ড বিক্রি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ফাঁস হওয়া পাসওয়ার্ডের তালিকায় প্রথমেই রয়েছে ‘123456’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘123456789’ এবং ‘Qwerty’। এরপর রয়েছে যথাক্রমে ‘12345’, ‘Password’, ‘Qwerty123’, ‘1q2w3e’, ‘12345678’, ‘DEFAULT’ এবং ‘111111’।
সূত্র: জেডডিনেট

আরও পড়ুন