প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-২
১। আমরা জানি, ঈশ্বর এক ও —।
উত্তর: অদ্বিতীয়।
২। অন্ত মানে —।
উত্তর: শেষ।
৩। অনন্ত মানে যার — নেই।
উত্তর: শেষ।
৪। ঈশ্বর যখন নিরাকার, তখন তাঁকে বলা হয় —।
উত্তর: ব্রহ্ম।
৫। — সকল জীব ও জগতের ওপর প্রভুত্ব করেন।
উত্তর: ব্রহ্ম।
৬। ব্রহ্মের আরেক নাম —।
উত্তর: ঈশ্বর।
৭. ঈশ্বর শব্দের মানে হচ্ছে —।
উত্তর: প্রভু।
৮। — সকল প্রাণের উত্সস্বরূপ।
উত্তর: ব্রহ্ম।
৯। ব্রহ্মের মধ্যেই— অবস্থান।
উত্তর: জগতের।
১০। উপনিষদ একটি —।
উত্তর: ধর্মগ্রন্থ।
১১। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন, তাঁর নাম —।
উত্তর: ব্রহ্ম।
১২। ঈশ্বর যে রূপে পালন করেন,
তাঁর নাম —।
উত্তর: বিষ্ণু।
১৩। ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটেছে — মধ্য দিয়ে।
উত্তর: দেবী দুর্গার।
১৪। দেবী সরস্বতী — দান করেন।
উত্তর: বিদ্যা।
১৫। দেব-দেবীর — করলে তাঁরা সম্ভ্রষ্ট হন।
উত্তর: পূজা।
১৬। দেব-দেবীরা সন্তুষ্ট হলে — সন্তুষ্ট হন।
উত্তর: ঈশ্বর।
১৭। কখনো কখনো পৃথিবীতে খুবই খারাপ — বিরাজ করে।
উত্তর: অবস্থা।
১৮। — শক্তির কাছে শুভ শক্তি পরাজিত হয়।
উত্তর: অশুভ।
১৯। মানুষ ধর্মকে ভুলে গিয়ে — আশ্রয় নেয়।
উত্তর: অধর্মের।
২০। পৃথিবীতে ঈশ্বরের অবতরণকে বলে —। উত্তর: অবতার।
বিনয় চন্দ্র পাল, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল