নায়াগ্রা হলো পৃথিবীর বৃহৎ জলপ্রপাত

বাংলা
মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষক
সঠিক উত্তর  অংশ-১৮
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
দেখে এলাম নায়াগ্রা
নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে, তবে আকারে-প্রকারে অনেক বিশাল। ঝরনা ছোট, আর জলপ্রপাত বড়—এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দু-জায়গাতেই ঘটছে। জল যদি নাই পড়ে, তা হলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না।
জলপ্রপাত দেখতে চাইব, কিন্তু পাহাড় দেখব না—একি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই। কিন্তু এমন জলপ্রপাত কি হতে পারে না যা পাহাড়ের ওপর থেকে পড়ছে না? আমাদের কাণ্ডজ্ঞান বলবে—না, পাহাড় থেকেই পড়তে হবে, নইলে জলের প্রপাত বা পতন হবে কেমন করে?
১. নায়াগ্রা কী?
ক. ঝরনা খ. জলপ্রপাত গ. স্রোতবাহী নদী ঘ. একটি দেশ
উত্তর: খ. জলপ্রপাত
২. পৃথিবীর বৃহৎ জলপ্রপাতের নাম কী?
ক. অ্যাঞ্জেল খ. নায়াগ্রা গ. ভেনিজুয়েলা ঘ. তুগেলা। উত্তর: খ. নায়াগ্রা
৩. ‘নায়াগ্রা জলপ্রপাত’ কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়ায় খ. কানাডায় গ. মালয়েশিয়া ঘ. জাপানে
উত্তর: খ. কানাডায়।
৪. ‘পতন’ শব্দের অর্থ কী?
ক. পার্শ্বে পড়া খ. নিক্ষেপ করা গ. ওপরের দিকে চলা ঘ. নিচে পড়া
উত্তর: ঘ. নিচে পড়া।
৫. নায়াগ্রা জলপ্রপাতের ব্যতিক্রম বিষয় কোনটি?
ক. এটি পাহাড় থেকে নামেনি খ. এটি দেখতে সুন্দর
গ. এটি দেখতে বিশাল ঘ. এটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে
উত্তর: ক. এটি পাহাড় থেকে নামেনি।
৬. লেখকের জলপ্রপাত দেখার ভাগ্য কয়বার হয়েছে?
ক. দুবার খ. তিনবার গ. একবার ঘ. চারবার উত্তর: গ. একবার
৭. কোথায় গিয়ে লেখকের একবার জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়েছে? ক. আমেরিকায় খ. কানাডায় গ. ঢাকায় ঘ. অস্ট্রেলিয়ায়
উত্তর: খ. কানাডায়
৮. কীভাবে লেখকদের গাড়ি ছুটতে লাগল?
ক. খুব জোরে খ. খুব ধীরে গ. শাঁ শাঁ করে ঘ. স্বাভাবিকভাবে
উত্তর: গ. শাঁ শাঁ করে।
৯. লেখক নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন কীভাবে?
ক. বন্ধুর সঙ্গে বিমানে করে খ. বন্ধুর গাড়িতে করে
গ. একা একা বাসে চড়ে ঘ. পায়ে হেঁটে
উত্তর: খ. বন্ধুর গাড়িতে করে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল