নবীন উদ্যোক্তারা পেলেন সম্মাননা

উদ্যোক্তা সম্মাননা দিল চাকরি খুঁজব না, চাকরি দেব। ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৫ পেয়েছেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান।
উদ্যোক্তা সম্মাননা দিল চাকরি খুঁজব না, চাকরি দেব। ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৫ পেয়েছেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান।

দেশের ২২ জন নবীন উদ্যোক্তাকে সম্মাননা দিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’।
২৮ মে রাজধানীর ডিপ্লোমা প্রকৌশলী ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা দেশে নতুন নতুন কর্মসংস্থানের জন্য উদ্যোক্তাবান্ধব পরিবেশ ও উদ্যোক্তা সৃষ্টিতে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে একজন উদ্যোক্তাকে নুরুল কাদের সম্মাননা ২০১৫, আরেকজনকে ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৫, সাতজন নবীন উদ্যোক্তাকে উদ্যোক্তা সম্মাননা ২০১৫ ও ১৩ জন নবীন উদ্যোক্তাকে নবীন উদ্যোক্তা স্মারক ২০১৫ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক জাফর ইকবাল বলেন, বাংলাদেশের এগিয়ে চলাকে তরুণেরা আরও বেগবান করবে। তিনি তরুণদের নিজের যা ভালো লাগে, তা-ই নিয়ে কাজ করার আহ্বান জানান।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান তরুণ উদ্যোক্তাদের একনিষ্ঠভাবে লেগে থাকার পরামর্শ দেন।
দেশের প্রথম কুমিরের খামারের উদ্যোক্তা মোশতাক আহমেদ উদ্যোক্তাদের নতুন নতুন আইডিয়া বাস্তবায়নের আগে দেশের প্রচলিত আইনের প্রতিও নিষ্ঠাবান হতে আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে চাকরি খুঁজব না, চাকরি দেব-এর পরিচালক সাজ্জাত হোসেন বলেন, কোনো প্রতিযোগিতার মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয় না; বরং ২০১৫ সালে যেসব উদ্যোক্তা নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছেন, নিজেরা ধীরে ধীরে হয়ে উঠছেন অন্যদের অনুপ্রেরণা, তাঁদেরই একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়।
সাজ্জাত হোসেন বলেন, দেশে প্রতিবছর ২১ রাখ তরুণ-তরুণী কর্মবাজারে প্রবেশ করে। কিন্তু এদের বিরাট অংশই যোগ্যতা অনুসারে কাজ পায় না। এই সমস্যার সমাধানের জন্য কর্মীদের একটি অংশকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে এই প্ল্যাটফর্ম।
উদ্যোক্তাদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেন রেডিয়্যান্ট ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্যোক্তা গুলশান নাসরিন চৌধুরী, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান, বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বাংলাদেশ কলসেন্টার ও আউটসোর্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আহমাদুল হক, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, নারী উদ্যোক্তা ও কারিগরের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া ওয়াহাব, অনলাইন শপ চালডালের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক গ্রিন অ্যান্ড রেডের ভাইস প্রেসিডেন্ট লুৎফি চৌধুরী, ব্রেইন স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক রাইসুল কবীর চৌধুরী প্রমুখ।
ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৫ পেয়েছেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান ব্যাংকের চাকরি ছেড়ে কামরাঙ্গীরচর চরে প্রতিষ্ঠা করেন এফএম প্লাস্টিকের কারখানা। তিনি তাঁর কারখানার দ্বিতীয় ইউনিট স্থাপন করছেন নরসিংদীতে। বর্তমানে তাঁর কারখানায় ৮৫ জন কর্মী কাজ করছেন।
নুরুল কাদের সম্মাননা ২০১৫ পেয়েছেন জুমশেপারের উদ্যোক্তা কাওসার আহমেদ। তিনি ২০১০ সালের ১৮ জুন প্রতিষ্ঠা করেন জুম শেপারের। সে সময় দেশে অনেকেই ওয়েবসাইট তৈরিতে কাজ করছিলেন। কিন্তু কাওসার বেছে নেন জনপ্রিয় ওয়েবসাইট তৈরির মুক্ত সফটওয়্যার জুমলার টেমপ্লেট তৈরির কাজ। টেমপ্লেট হলো দ্রুততার সঙ্গে ওয়েবসাইট বানানোর সলিউশন। এ পর্যন্ত জুমশেপারের বানানো টেমপ্লেট জুমলা মার্কেটপ্লেস থেকে ৩০ লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে। ফলে জুমশেপার জুমলা ভিত্তিক বিশ্বব্যাপী কোম্পানিগুলোর মধ্যে প্রথম পাঁচটির মধ্যে উঠে এসেছে। জুমশেপার এখন নিয়মিত আন্তর্জাতিক আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে।
উদ্যোক্তা সম্মাননা ২০১৫ পেয়েছেন টেকনেক্সট লিমিটেডের সৈয়দ রেজওযানুল হক রুবেল, নিউমুন ক্লদিং ডিজাইন হাউসের কায়সার হামিদ, এমএস শামার স্বত্বাধিকারী সাফিয়া শামা, ক্লিপিংবিডির মোহাম্মদ বেলাল সরকার, হোস্ট মাইটের জোবায়ের আলম বিপুল, বেকি সেন্টারের তাহমিদুল ইসলাম এবং নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নীলাভ। নবীন উদ্যোক্তা স্মারক ২০১৫ পেয়েছেন শিহাব অটো রাইস মিলের মোস্তাফিজুর রহমান, ইটি কলিংয়ের পবিত্র কুমার মণ্ডল, ইকো ড্রিমসের মামুন-অর-রশিদ, জিরো ডিগ্রি কমিউনিকেশনের প্রমি নাহিদ, রেন্ডম ডটসের তানভীর সিদ্দিকী, অ্যাডভান্সড অ্যাগ্রো ফার্মের সফিউল আলম বিপ্লব, কোডেক্স সফটওয়্যার সলিউশনের পাভেল সারোয়ার, শাহীনস হেল্প লাইনের আমিনুল ইসলাম, আলফা প্রিন্টার্সের আসলাম হোসাইন, ইসট মি ডট কম ডট বিডির শাওন রহমান, মি ফুড অ্যান্ড বেভারেজের ইফতেখার সায়মন, গিকী সোশ্যাল লিমিটেডের মাহাদী হাসান সাগর এবং এডুটিউবের শারমিন মাহজাবিন।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং সোমা চৌধুরী ও মাহবুবা সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বারের মতো উদ্যোক্তাদের সম্মাননা দিল চাকরি খুঁজব না, চাকরি দেব। অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষক ছিল অনলাইন শপ প্রিয় শপ ডট কম ও সফটওয়্যার প্রতিষ্ঠান সফট টেক আইটি।