১১ নম্বরের ‘রাজা’ এখন ট্রেন্ট বোল্ট

রেকর্ড নিজের করে নেওয়ার পর ট্রেন্ট বোল্টরয়টার্স

ড্রেসিংরুম উঠে দাঁড়াল অভিবাদন জানানোর জন্য। টিম সাউদির মুখে হাসি। ক্রিজে সঙ্গী ড্যারিল মিচেলও এসে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে গেলেন। ট্রেন্ট বোল্ট পেয়ে গেলেন ব্যাটিংয়ে তাঁর ‘আরাধ্য’ রেকর্ডটি! যেটির জন্য ‘সাড়ে ১০ বছর ধরে অপেক্ষা’ করছিলেন তিনি!

অবশেষে মুত্তিয়া মুরালিধরনকে টপকে আনুষ্ঠানিকভাবে ১১ নম্বরের ‘রাজা’ হয়ে গেলেন বোল্ট। ট্রেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিনে এ পজিশনে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

মুরালিধরনের ৬২৩ রানের রেকর্ডটি বোল্ট ছুঁয়েছিলেন প্রথম ইনিংসেই, ১৮ বলে ১৬ রানের অপরাজিত ইনিংসে। অবশ্য সঙ্গী ছিল না বলে সে দিন মুরালিধরনকে ছাড়িয়ে যাওয়া হয়নি বোল্টের। আজ বেন স্টোকসের বলে ডাবলস নিয়ে সেটি করলেন তিনি।

ড্যারিল মিচেলের অভিনন্দন পেয়েছেন বোল্ট
রয়টার্স

ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ২৯৯ রানের লক্ষ্য দিয়ে থেমেছে নিউজিল্যান্ড। জেমস অ্যান্ডারসনের বলে স্টোকসের হাতে ক্যাচ দেওয়ার আগে বোল্ট ট্রেন্ট ব্রিজের দ্বিতীয় ইনিংসে করেছেন ১৫ বলে ১৭ রানের ইনিংস। ১১ নম্বর হিসেবে সেটি যে ‘কার্যকর’ ইনিংস, তাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই!

১১ নম্বরের 'রাজা'রা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি বোল্ট শুরু করেছিলেন ১১ নম্বরে ৫৮৯ রান নিয়ে। মুরালিধরনকে ছাড়িয়ে যেতে তাঁর প্রয়োজন ছিল তাই ৩৪ রান। লর্ডসে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১৮ রান। তবে মুরালিধরনের রেকর্ডের কথা বোল্টের মাথায় ছিল বেশ আগে থেকেই।

মুরালিধরনের রেকর্ড ছোঁয়ার পর মিচেল বোল্টের এ সম্ভাব্য রেকর্ড নিয়ে বলেছিলেন, ‘আইপিএলে দুই মাস ট্রেন্টের সঙ্গে কাটিয়েছি আমি। আমার ধারণা সে প্রতিদিনই এমন বলেছে—ওই রেকর্ডটা তার চাই।’

আরও পড়ুন

এমনিতে ক্রিজে ব্যাটসম্যান বোল্টের উপস্থিতি বেশ সরবই। নানা রকম অঙ্গভঙ্গি, রানের জন্য ‘কল’ করা বা নাকচ করা—সব মিলিয়ে তো মারনাস ল্যাবুশেনের সঙ্গেও তুলনা করা হয় তাঁর। মিচেল বলেছিলেন, বোল্টের এ রেকর্ডটাও দারুণ, ‘আমার মনে হয় অসাধারণ অর্জন। আমার ধারণা, সে ভালো ব্যাটসম্যান, আর যে জীবনীশক্তি সে আনে, তার সঙ্গে ব্যাটিংয়ের মজাই অন্য রকম। তবে আমরা আইপিএলে গত এক-দুই মাসে কফি খেতে খেতে অনেকবার আলোচনা করেছি। এখন হয়তো ১০ নম্বরের রেকর্ডের দিকে এগোবে সে, কে বলতে পারে!’

প্রথম ইনিংসেই মুরালিধরনের রেকর্ড ছুঁয়েছিলেন বোল্ট
রয়টার্স

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৫ ইনিংসে ব্যাটিং করেছেন বোল্ট। এর মধ্যে ৮ বার নেমেছিলেন ১০ নম্বরে, বাকিগুলোয় নেমেছেন ১১-তে। ১০-এ নেমে ১৪.৩৭ গড়ে বোল্ট করেছেন ১১৫ রান। ১১ নম্বরে তাঁর গড় ১৬.৪১। ক্যারিয়ারে একমাত্র অর্ধশতকটি বোল্ট পেয়েছেন এই পজিশনে নেমেই। ২০১৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৫২ রানের ইনিংস।

প্রতি পজিশনে সর্বোচ্চ রান

১০ নম্বরের রেকর্ড ছুঁতে অবশ্য বেশ লম্বা পথই পাড়ি দিতে হবে বোল্টকে। এ পজিশনে সর্বোচ্চ রান ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের, ৭৮৬। আবার ১১ নম্বরেও বোল্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন কাছাকাছিই। ৬১৮ রান নিয়ে মুরালিধরনের পর ৩ নম্বরে আছেন জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন