হাত মেলালেন সুয়ারেজ-এভরা

এমনিতেই লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা থাকে আকাশচুম্বী। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দুই ক্লাবের মুখোমুখি হওয়া মানেই বাড়তি কিছু পাওয়ার আশা। তা শক্তি বা ফলাফলের হিসেবে লিভারপুলের অবস্থান এখন যা-ই হোক না কেন। হিলসবরো ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন, সুয়ারেজ-এভরা কাণ্ড সব মিলিয়ে পরশুর আবহটাও ছিল টানটান। কী হয়, কী হয়, এ রকমই ছিল আবহটা। তবে দারুণ এক ম্যাচ শেষে হওয়া সামান্য কিছু ঘটনা বাদ দিলে পরশু অন্য রকম এক দিনই কেটেছে অ্যানফিল্ডে। হিলসবরো ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বেলুন উড়িয়ে শুরু করা ম্যাচের আগে বহুপ্রতীক্ষিত করমর্দনটা করেছেন সুয়ারেজ ও এভরা। পেছনে ফেলেছেন এক বছর ধরে চলা বর্ণবাদ বিতর্কটিকে। দুই দলের সর্বশেষ লড়াইয়ে এভরার বাড়িয়ে দেওয়া হাত এড়িয়ে গিয়েছিলেন সুয়ারেজ। এবারও একই কাণ্ড হয় কি না কিংবা এভরা প্রতিশোধ নেন কি না, সেটাই ছিল দেখার। তবে এভরা নিশ্চিত করেছেন সুয়ারেজের সঙ্গে হাত না মেলানোর কোনো চিন্তাই তাঁর মাথায় স্থান পায়নি। তাঁর কাছে ব্যাপারটা পারস্পরিক শ্রদ্ধার, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল শ্রদ্ধাবোধ। ম্যাচটা ছিল বড় দুই ক্লাবের। ট্র্যাজেডিটা (হিলসবরো) ছিল বেশ বড়। লোকজন করমর্দন নিয়েই কথা বলছিল, কিন্তু ক্লাবের গল্পগুলো এর চেয়েও অনেক বড়। আমি যদি সুয়ারেজের সঙ্গে হাত না মেলাতাম, তবে এটা হতো ক্লাব দুটির ইতিহাসকে অশ্রদ্ধা করা।’ম্যাচ শুরুর আগে ৯৬টি বেলুন উড়িয়ে হিলসবরোর নিহতদের স্মরণ করেন স্টিভেন জেরার্ড ও রায়ান গিগস। ওয়েবসাইট।