সেলফি
অক্সফোর্ড ডিকশনারি ঘোষণা দিয়েছে, ২০১৩-এর শব্দ হলো সেলফি। মানেটা নিশ্চয়ই জানো তোমরা, তবু দেখো ডিকশনারি কী বলছে। নিজের ছবি নিজেই তোলা, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যাম দিয়ে নিজের ছবি তুলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আপলোড করা। টোয়ার্কিং, বিটকয়েন, বিনজ-ওয়াচ, বেডরুম ট্যাক্স এই শব্দগুলোও ছিল অক্সফোর্ড ডিকশনারির তালিকায়। তবে সবার ভোটে নির্বাচত হয়েছে সেলফি-ই।