সমর্থকদের ধৈর্য ধরতে বললেন মানচিনি
চ্যাম্পিয়নস লিগে মোটেই সুবিধাজনক অবস্থানে নেই ম্যানচেস্টার সিটি। প্রথম তিনটি ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শেষে। গতকাল প্রিমিয়ার লিগের খেলায় নিচের সারির দল সোয়ানসির বিপক্ষেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে রবার্তো মানচিনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রবার্তো কার্লোসের গোলটির সুবাদে ১-০ গোলের জয় পেলেও প্রথমার্ধ শেষ হওয়ার পর সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়তে হয়েছিল ম্যানচেস্টার সিটির ফুটবলারদের। এই রকম পরিস্থিতিতে এখন ভক্তদের কাছ থেকে সহানুভূতি আশা করছেন মানচিনি। সামনের দিনগুলোতে ভালো পারফরম্যান্স দেখানোর প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই ইতালীয় কোচ।চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডটা অনেকখানি অনিশ্চিত হয়ে পড়লেও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালো অবস্থানেই আছে ম্যানচেস্টার সিটি। লিগের প্রথম নয় ম্যাচ শেষে সমানসংখ্যক ২১ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। আর লিগের এই শক্ত অবস্থান ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কোচ রবার্তো মানচিনি। গতকাল সোয়ানসির বিপক্ষে ১-০ গোলে জয়টির পর তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে অ্যাজাক্সের বিপক্ষে হারের পর সবাই খুব ক্লান্ত ছিল। এ কারণে হয়তো সমর্থকেরা কিছুটা হতাশও হয়েছে। কিন্তু সব দলই তাদের সমর্থকদের কাছ থেকে পুরো ৯০ মিনিটই সমর্থন চায়। আজকের জয়টা আমাদের খুবই দরকার ছিল। চ্যাম্পিয়নস লিগে একটা হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুত একটা জয় খুবই গুরুত্বপূর্ণ।’ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শক্ত অবস্থানের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে সমালোচকদের খানিকটা খোঁচাও দিয়েছেন রবার্তো মানচিনি। তিনি বলেছেন, ‘গত কয়েক দিনে সবার কথাবার্তা শুনে আমি ভেবেছিলাম, আমরা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানিতে চলে গেছি। কিন্তু আজ আমি তালিকাটা দেখলাম। আর আমরা আছি দ্বিতীয় অবস্থানে।’ চ্যাম্পিয়নস লিগে এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে ম্যানচেস্টার সিটি। আর ইউরোপসেরার লড়াইয়ে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার জন্য এই অভিজ্ঞতার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করছেন মানচিনি। তাঁর ভাষায়, ‘চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বাদ পেতে চেলসির লেগেছিল ১০-১১ বছর। কিন্তু ওই ১০ বছরও তারা ছিল একটা দারুণ দল। আমরাও দল হিসেবে খুবই ভালো। কিন্তু আমরা এবার মাত্র দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এখন যদি আমরা আমাদের সমর্থকদের বলি, ঠিক আছে, আমরা এবার চ্যাম্পিয়নস লিগ জিতব, তাহলে সেটা ঠিক হবে না।’ ইএসপিএন।