লিভারপুলের শিরোপা জয়ের মৌসুমটিতে প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মধ্যে ৩৫টিতেই খেলেছেন মানে। এই ৩৫ ম্যাচে সেনেগালিজ ফরোয়ার্ড করেছেন ১৮টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯ গোল।
মো সালাহ, ভার্জিল ফন ডাইক, জর্ডান হেন্ডারসন...সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমে লিভারপুলের হয়ে ভালো খেলা ফুটবলারের তালিকাটা লম্বাই। তবে এ মৌসুমে সাদিও মানে ছিলেন এক কথায় অনন্য। তিন দশকের অপেক্ষা শেষ করে ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলের শিরোপা জিতেছে লিভারপুল। ক্লাব রেকর্ড ৯৯ পয়েন্ট পেয়ে লিভারপুলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন সেনেগালিজ ফরোয়ার্ড।
দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন মানে। পিএফএ সমর্থকদের ভোটে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা খেলোয়াড় হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড। পুরস্কারটির জন্য ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৬ জন। মানের সঙ্গে এই তালিকায় ছিলেন লিভারপুলের দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। তালিকার বাকি তিনজন লেস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডি ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং।
সবাইকে অবাক করে তালিকায় রাখা হয়নি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জয়ী হেন্ডারসন। তালিকায় ছিলেন না প্রিমিয়ার লিগের বর্ষসেরা পুরস্কার জেতা ম্যান সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাও।
লিভারপুলের শিরোপা জয়ের মৌসুমটিতে প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মধ্যে ৩৫টিতেই খেলেছেন মানে। এই ৩৫ ম্যাচে সেনেগালিজ ফরোয়ার্ড করেছেন ১৮টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯ গোল।