শাহাদাত-ভিনসেন্ট হাতাহাতি

বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে প্রথম ম্যাচটা খেলেছিলেন। এরপর কালই আবার সিলেট রয়্যালসের বিপক্ষে মাঠে নামলেন শাহাদাত হোসেন। কিন্তু এত দিন পর মাঠে নামার আগেই অপ্রীতিকর এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে লু ভিনসেন্টের সঙ্গে।দল সূত্রে জানা গেছে, খেলা শুরুর আগে ড্রেসিংরুমে শাহাদাতকে বারবার ওয়ার্ম আপের তাড়া দিচ্ছিলেন ভিনসেন্ট। শাহাদাত সঙ্গে সঙ্গে না যাওয়ায় ভিনসেন্ট চটে গিয়ে বলতে থাকেন, ‘তোমার আচরণ অপেশাদার। তোমাকে দলে দরকার নেই। ব্যাগ গুছিয়ে হোটেলে চলে যাও।’ শাহাদাত চিত্কার করে প্রতিবাদ করলে ভিনসেন্ট তাঁকে কাছে ডেকে নেন। কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাদাতের জার্সির কলার চেপে ধরেন তিনি। হাতাহাতি বেধে যায় দুজনে। একজন বিদেশি ক্রিকেটারের হাতে নিজ দেশের ড্রেসিংরুমে এভাবে লাঞ্ছিত হয়ে আবেগপ্রবণ শাহাদাত কান্নাকাটিও করেছেন।কালকের ম্যাচে ভিনসেন্টের অধিনায়কত্ব করার কথা থাকলেও ঘটনার প্রতিবাদে খুলনার খেলোয়াড়েরা তাঁর অধীনে ম্যাচ খেলতে আপত্তি জানান। পরে দলেই নেওয়া হয়নি ভিনসেন্টকে। রাতে অবশ্য শাহাদাত ও ভিনসেন্টকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল ফ্র্যাঞ্চাইজির। এ ব্যাপারে জানতে খুলনা রয়েল বেঙ্গলসের কোচ ওয়াহেদুল গণির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।