র্যাঙ্কিংয়ে উন্নতি লিটন, মুশফিক, তামিমের
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবালের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটন ও মুশফিকের দুজনই পেয়েছেন শতরান। তবে তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতেই। চার ধাপ এগিয়েছেন মুশফিক, তিন ধাপ এগিয়েছেন লিটন। ছয় ধাপ উন্নতি হয়েছে তামিমেরও।
ড্র হওয়া প্রথম টেস্টে এক ইনিংস ব্যাটিং করেছে বাংলাদেশ। ১২ রানের জন্য শতক পাননি লিটন। তবে ওই ইনিংসে ভর করে আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদের পর তিন ধাপ এগিয়ে ১৭ নম্বর অবস্থানে উঠে এসেছেন লিটন। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই।
চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলা মুশফিক চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে। ২৭ নম্বরে উঠে আসা তামিমের উন্নতি হয়েছে ছয় ধাপ। প্রথম টেস্টে ১৩৩ রান করেছিলেন তামিম। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।
ব্যাটসম্যানদের মতো উন্নতি হয়েছে বাংলাদেশ বোলারদেরও। ম্যাচে ৪ উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান, এখন ২৯ নম্বরে তিনি। প্রথম ইনিংসে ক্যারিয়ার-সেরা বোলিং (১০৫ রানে ৬ উইকেট) করা অফ স্পিনার নাঈম হাসান ৫৩ নম্বরে উঠে এসেছেন, তিনি এগিয়েছেন নয় ধাপ। বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা তাইজুল ইসলামের অবস্থান ২২ নম্বরে। অবশ্য চট্টগ্রাম টেস্টের পর র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থানের পরিবর্তন হয়নি।
প্রথম টেস্টে ম্যাচসেরা হওয়া শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস এখন ২১ নম্বরে। ১৯৯ রানের ইনিংসের পর তিনি এগিয়েছেন পাঁচ ধাপ। ম্যাথুস ছাড়া শ্রীলঙ্কার কুশল মেন্ডিস চার ধাপ এগিয়ে আছেন ৪৯ নম্বরে, ছয় ধাপ এগিয়ে ৫৩ নম্বরে দীনেশ চান্ডিমাল।
অন্যদিকে পেসার কাসুন রাজিথা এগিয়েছেন ১৪ ধাপ, ৭৫ থেকে ৬১ নম্বরে উঠেছেন তিনি। শীর্ষ ১০০-এর মধ্যে আছেন আসিতা ফার্নান্দোও। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।