রোনালদো তাহলে রাগ করেই উয়েফার অনুষ্ঠানে যাননি!

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
>

মোনাকোয় উয়েফা বর্ষসেরার অনুষ্ঠানে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সংবাদমাধ্যম জানিয়েছে, উয়েফা সেরা হচ্ছেন না—তা জানার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন ক্ষুব্ধ রোনালদো

তুরিন থেকে নিস পর্যন্ত যাওয়ার কথা ছিল ব্যক্তিগত বিমানে। সেখান থেকে হেলিকপ্টারে করে ৬ মিনিটের উড়ানে মোনাকো। উয়েফার বর্ষসেরা পুরস্কার বিতরণীর রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হতে ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে তড়িঘড়ি করে তুরিনে চলে এসেছিলেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও। কিন্তু শেষ পর্যন্ত রোনালদো গেলেনই না মোনাকো। কেন? তিনি উয়েফার সেরা হচ্ছে না—এটা নাকি গোপন এক সূত্রের মাধ্যমে আগেই জেনে গিয়েছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড। রেগে গিয়ে তাই বাতিল করে দিয়েছেন সব পরিকল্পনা।

ইএসপিএনের খবর, অনুষ্ঠান শুরুর ঘণ্টা দুয়েক আগে এক ঘনিষ্ঠ বন্ধু ফোন করে খবরটা দেন রোনালদোকে। তারপরেই মত পরিবর্তন করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ইএসপিএনের খবরটা যে একেবারে ভুল নয়, তা বোঝা যাবে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির কথা শুনলেও। তাঁর দাবি, ‘গতকাল (পরশু) রোনালদো খুব রেগে ছিল। এটাই তো স্বাভাবিক। ১৫ গোল করেছে সে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে, সতীর্থদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে।’

অ্যালেগ্রি সরাসরি আর বেশি কিছু না বললেও রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ তো বলেই দিয়েছেন, রোনালদোর হাতে উয়েফার বর্ষসেরার ট্রফিটা না ওঠা লজ্জাজনক ব্যাপার। পর্তুগিজ একটি পত্রিকাকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদকে সে একাই টেনে নিয়ে গেছে, আবারও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে। এটা অদ্ভুতুড়ে এবং লজ্জার ব্যাপার। জয়ী কে তা নিয়ে কোনো সন্দেহ নেই।’