রদ্রিগেজের চুলের নতুন বাহার

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৯
চাইলে এ ছবিটা প্রতীকী হিসেবে ধরে নেওয়া যায়! ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ট্রফি হাতে আইফেল টাওয়ারের সামনে এমন ছবি তোলাটা রীতিই, রাফায়েল নাদাল যে রীতি পালন করলেন এ নিয়ে ১৪ বার। এ ছবিটা পোস্ট করে ক্যাপশনে শুধু ‘ধন্যবাদ প্যারিস’ লিখেছেন নাদাল। এর বেশি বোধহয় কিছু বলার দরকারও পড়ে না!
ইনস্টাগ্রাম
২ / ৯
বাগ্‌দত্তা মলি কিংয়ের জন্মদিন ছিল গত ৪ জুন। স্টুয়ার্ট ব্রড তখন ব্যস্ত লর্ডস টেস্টে, অবশ্য ব্রডের খেলা দেখতে গিয়েছিলেন কিং। গতকাল দুর্দান্ত এক জয়ের পর কিং ও পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন ইংল্যান্ড পেসার।
ইনস্টাগ্রাম
৩ / ৯
ক্রিকেটে অবদানের জন্য ‘কম্প্যানিয়ন অব দ্য নিউজিল্যান্ড অর্ডার অব মেরিট’-এ ভূষিত করা হয়েছে রস টেলরকে। এরপর পাওয়া অভিনন্দন বার্তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া টেলর লিখেছেন, ‘আমার ও আমার পরিবারের জন্য অনেক কিছু এটি’।
ইনস্টাগ্রাম
৪ / ৯
কুকুর উলিসের সঙ্গে সুইমিং পুলে নয় বারের মোটর রেসিং বিশ্ব চ্যাম্পিয়ন ভালেন্তিনো রসি
ইনস্টাগ্রাম
৫ / ৯
‘মারা যাওয়ার আগে হাজারটা জীবন থাকে পাঠকের। আর যে পড়ে না, সে বাঁচে মাত্র একবার’, জর্জ মার্টিনের এ উক্তি দিয়ে চেতেশ্বর পূজারা প্রশ্ন ছুড়েছেন তাঁর ফলোয়ারদের—কী পড়ছেন তিনি?
ইনস্টাগ্রাম
৬ / ৯
এক সপ্তাহ হয়ে গেলে, মার্সেলোর এ ছবির ক্যাপশন এমন। কীসের এক সপ্তাহ হলো, সেটি নিশ্চয়ই বলতে হবে না!
ইনস্টাগ্রাম
৭ / ৯
বিশ্বের যে প্রান্তেই যান, একটা জিনিসই খুঁজে বেড়ান ডোয়াইন ব্রাভো—ক্যারিবীয় খাবার। লন্ডনেও যে সেটি খুঁজে পেয়েছেন, তা তাঁর মুখের হাসিতেই স্পষ্ট।
ইনস্টাগ্রাম
৮ / ৯
বেশ কিছু দিন পর অবসর মিলেছে মোহাম্মদ শামির। জানিয়েছেন সেটিই।
ইনস্টাগ্রাম
৯ / ৯
কদিন আগেও চুলের রঙটা ভিন্ন ছিল। এবার নতুন রূপে হাজির হামেস রদ্রিগেজ। ‘পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করছি’, ক্যাপশনে লিখেছেন কলম্বিয়ান ফুটবলার।
ইনস্টাগ্রাম