২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মার্শাল–মাহিদুলের মাটি কামড়ানো ব্যাটিংয়ের পরও বড় হার উত্তরাঞ্চলের

ক্যারিয়ারের ২২তম শতক মার্শাল আইয়ুবেরফাইল ছবি

ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে চট্টগ্রামে ম্যাচ বাঁচাতে বিসিবি উত্তরাঞ্চলকে প্রায় পুরো দিনই খেলতে হতো। তবে হাতে ছিল মাত্র ৫ উইকেট। অধিনায়ক মার্শাল আইয়ুব করলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২২তম শতক। সঙ্গে মাহিদুল ইসলামের ১৬৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াই ঠিকই করল উত্তরাঞ্চল। উইকেট আঁকড়ে ধরে তাঁদের ৫৮.৩ ওভার দীর্ঘ জুটিতে রান এল ৯০। তবে শেষ রক্ষা হয়নি তাতেও।

প্রথমে মাহিদুল, পরে ১০০ ছোঁয়ার পরপরই মার্শাল ফিরে যেতেই অলআউট হতে সময় নেয়নি উত্তরাঞ্চল। একসময় ২৭৪ রানে ৮ বলের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়েছে দলটি। মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুনের পর সৌম্য সরকারের শতকে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৬৩ রান তোলা মধ্যাঞ্চল জিতেছে ইনিংস ও ৭০ রানের ব্যবধানে। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ উইকেট হারিয়ে কোনো দলের সর্বোচ্চ স্কোরের রেকর্ডও গড়েছিল মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৬ উইকেট নিয়েছেন ৭৪ রানে
ছবি: ওয়ালটন

উত্তরাঞ্চল অধিনায়ক মার্শাল ১০১ রান করেছেন ২৪৬ বলে, মেরেছেন ১৪টি চার। ১৬৩ বলের ইনিংসে মাহিদুল মেরেছেন ৪টি চার।

দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৬ উইকেট নিয়েছেন ৭৪ রানে। এর আগে প্রথম ইনিংসে ২১৯ রানেই গুটিয়ে গিয়েছিল উত্তরাঞ্চল। মিজানুর ও মিঠুন ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন যুগ্মভাবে। প্রথম ইনিংসে দুজন মিলে গড়েছিলেন ৩২৭ রানের উদ্বোধনী জুটি, বিসিএলে যা সর্বোচ্চ। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণিতে যেকোনো উইকেটেই এটি তৃতীয় সর্বোচ্চ জুটি।

রাজশাহীতে বিসিএলের অন্য ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে বড় জয় পেয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা পূর্বাঞ্চল আজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৫৭ রানে। আগের দিন ৭৩ রানে অপরাজিত থাকা আফিফ হোসেন ফিরেছেন ৮৬ রানে। ১৮ রানে অপরাজিত থাকা ইরফান শুক্কুরও তেমন বড় করতে পারেননি ইনিংস (৪০)। অফ স্পিনার নাহিদুল ইসলাম ৪ উইকেট নিয়েছেন ৩০ রানে।

রেকর্ডগড়া জুটির পর ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান
ছবি: ওয়ালটন

৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ২ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। তবে তৌহিদ হৃদয়ের ৬০ বলে ৫৪ রানের ইনিংসে জয় পেতে তেমন একটা অসুবিধা হয়নি তাদের। ২১.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত হয় দক্ষিণাঞ্চলের।

এর আগে প্রথম ইনিংসে ২৬০ রান তুলেছিল পূর্বাঞ্চল। ইনিংস উদ্বোধন করতে আসা মোহাম্মদ আশরাফুল করেন ৬১ রান। মেহেদী হাসান ও নাসুম আহমেদ, দক্ষিণাঞ্চলের দুই স্পিনারই নেন ৫টি করে উইকেট। জবাবে প্রথম ইনিংসে এনামুল হকের ৮৮ রানের পর জাকির হোসেনের ২৭৬ বলে ১৫৮ রানের ইনিংসে ৪২৯ রান তোলে দক্ষিণাঞ্চল। নাঈম হাসান, এনামুল হক ও আশরাফুল নেন ৩টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন জাকির।

বিসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৯ ডিসেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে মধ্যাঞ্চল।