ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতায় দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন শহীদ আফ্রিদি। ফেসবুক-টুইটারে নিজের ফ্যান পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘আমি আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই সবার কাছে ক্ষমা চাইছি।’
ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘যখন আমি পাকিস্তানের জার্সি গায়ে তুলি, জার্সিটা পরে মাঠে যাই। আমি কিন্তু তখন পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষা সঙ্গে নিয়েই মাঠে নামি। পাকিস্তান দলটা কেবল ১১ জন ক্রিকেটারকে নিয়ে নয়। পুরো দেশের মানুষই এই দলটার সঙ্গে থাকেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে চলছে সমালোচনার পালা। গতকালই দলের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের কথা বলেছেন কোচ ওয়াকার ইউনিস। তিনিও ক্ষমা চেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপে দলের বাজে পারফরম্যান্সের তদন্ত করতে ইতিমধ্যেই গঠিত হয়েছে একটি কমিটি।
আফ্রিদি নিজেও নিজের দুর্বল ফর্মের জন্য পাকিস্তানের মানুষের তোপের মুখে আছেন। প্রশ্ন উঠেছে দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়েও। ‘ক্ষমা’ আফ্রিদি এবার পাবেন বলে মনে হয় না। সূত্র: দ্য ডন।