ভারতের বিপক্ষে ইংল্যান্ড দলে কলেজশিক্ষক

রিচার্ড গ্লিসনটুইটার

ল্যাঙ্কাশায়ারের ক্রিকেটার, ইসিবির লেভেল থ্রি কোচ, কোচিং ও স্পোর্টস পারফরম্যান্সে বিএ (অনার্স), ল্যাঙ্কাশায়ারের একাডেমি কোচ, মায়ারস্কো কলেজের ক্রিকেট প্রভাষক।

রিচার্ড গ্লিসনের টুইটারের বায়োতে লেখা আছে ওপরের পদগুলো। গ্লিসন একই সঙ্গে ক্রিকেট খেলেন, কোচিং করান এবং কলেজে পড়ান! ৩৪ বছর বয়সে এবার ইংল্যান্ড জাতীয় দলেই ডাক পেয়ে গেলেন ল্যাঙ্কাশায়ার পেসার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে আছেন তিনি।

আরও পড়ুন

গ্লিসনের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারটাই শুরু হয়েছে বেশ দেরি করে, ২৭ বছর বয়সে নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক তাঁর। ২০১৫ সালে প্রথম শ্রেণির পর ২০১৬ সালে অভিষেক টি-টোয়েন্টিতে। ল্যাঙ্কাশায়ারের একাডেমি থেকে উঠে এলেও ক্যারিয়ার শুরু হয়েছিল নর্দাম্পটনশায়ারেই। ২০১৮ সালে ফেরেন ল্যাঙ্কাশায়ারে, এখনো আছেন সেখানেই। ২০১৬ সালে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলেও খেলতে এসেছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ দুই মৌসুমের বেশির ভাগই পিঠের চোটের কারণে বাইরে বসে কাটাতে হয়েছে তাঁকে। তবে এবার টি-টোয়েন্টি ব্লাস্টে জ্বলে উঠেছেন। এখন পর্যন্ত খেলেছেন ল্যাঙ্কাশায়ারের প্রতিটি ম্যাচেই। ইংল্যান্ডের হয়ে যাঁরা খেলার মতো যোগ্য, অমন বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ২০ উইকেট তাঁর। গ্লিসন খেলেছেন কলেজে ক্রিকেট নিয়ে পড়ানোর পাশাপাশিই।

আজ এজবাস্টনে ভারতের বিপক্ষে টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গ্লিসনের দলে ডাক পাওয়ার পর সংবাদটি শেয়ার করে মায়ারস্কো কলেজ টুইট করেছে, ‘যখন আপনাদের শিক্ষক ইংল্যান্ড দলে ডাক পেয়ে যান! এ খবর শুনে আমরা আকাশে উড়ছি, রিচার্ড গ্লিসন!’

আরও পড়ুন

ইংল্যান্ড দলে সবচেয়ে উল্লেখযোগ্য খবর গ্লিসনের ডাক পাওয়াটাই। এউইন মরগান অবসর নেওয়ার পর এটিই প্রথম সিরিজ হতে যাচ্ছে ইংল্যান্ডের, যেটি তারা খেলবে নতুন অধিনায়ক জস বাটলারের অধীনে। ভারতের বিপক্ষে টেস্টের ঠিক দুই দিন পরই সিরিজ শুরু হবে বলে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি টেস্ট দলের কাউকেই। তবে ওয়ানডে দলে আছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জো রুট। গত বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন স্টোকস।

হজ করতে যাবেন বলে দুই সংস্করণের কোনোটিতেই খেলবেন না আদিল রশিদ। মরগান অবসর নেওয়ার পর দুয়ার খুলে গেছে হ্যারি ব্রুকের, টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে দলেও আছেন তিনি। গত বছরের জুনে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা স্যাম কারান ফিরেছেন এ সংস্করণেও।

আরও পড়ুন

এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এজবাস্টন টেস্ট মিস করা অধিনায়ক রোহিত শর্মা থাকবেন টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দলের সঙ্গে যোগ দেবেন টেস্ট দলে থাকা বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা।

২০১৬ সালে বিপিএল খেলতে এসেছিলেন গ্লিসন
বিসিবি

৭-১০ জুলাইয়ের মধ্যে হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ জুলাই।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লিসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, টাইমাল মিলস, ম্যাথু পারকিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি।

ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেগ ওভারটন, ম্যাথু পারকিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি।