পাকিস্তান সফর নিয়ে ভারত থেকে মৃত্যুহুমকি অ্যাগারকে

ধারণা করা হচ্ছে, অ্যাগারের জীবনসঙ্গী ম্যাডেলাইনকে পাঠানো বার্তাটি গেছে ভারত থেকেফাইল ছবি

মৃত্যুহুমকি পেয়েছেন পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাশটন অ্যাগার। তাঁর জীবনসঙ্গীকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজ। ধারণা করা হচ্ছে, অ্যাগারের জীবনসঙ্গী ম্যাডেলাইনকে পাঠানো বার্তাটি গেছে ভারত থেকে। এ ব্যাপারে তদন্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নিরাপত্তাজনিত কারণে স্থগিত করেছিল পাকিস্তান সফর। তবে এরপরও অস্ট্রেলিয়ার সফর করা পাকিস্তান ক্রিকেটের জন্য বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। দলটির সঙ্গে সফরসঙ্গী হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলিও।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

পাকিস্তানে গিয়ে রাষ্ট্রপ্রধান মর্যাদার নিরাপত্তা পাচ্ছে অস্ট্রেলিয়া দল। দেশটিতে যাওয়ার আগে এবং নেমে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স একাধিকবার নিরাপত্তা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে এমন পরিস্থিতিতে অ্যাগারের এমন বার্তা পাওয়ার ঘটনা উদ্বেগেরই হওয়ার কথা।

দ্য এজ জানিয়েছে, অ্যাগারের জীবনসঙ্গীকে পাঠানো বার্তার একটা অংশ এমন, ‘এটি তোমার স্বামীর প্রতি একটা সতর্কতা। সে যদি পাকিস্তান সফরে আসে, তাহলে জীবন্ত ফিরে যাবে না।’ এমন বার্তার ব্যাপারে নিশ্চিত করেছেন পাকিস্তানে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা এক মুখপাত্রও। তবে এটিকে উদ্বেগজনক কোনো হুমকি মনে করা হচ্ছে না।

বলা হচ্ছে, ভারত থেকে একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে এমন বার্তা পাঠানো হয়েছে। এমনিতে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ আছে বেশ কিছুদিন ধরেই। অন্যদিকে স্ত্রীর কাছে এমন বার্তা গেলেও ঠিকঠাক আছেন অ্যাগার। এসব ব্যাপারে নিরাপত্তা সংস্থা, ক্রিকেট অস্ট্রেলিয়া ও পিসিবি যে প্রক্রিয়া অনুসরণ করছে, তাতে তিনি খুশি।

আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর করাচি ও লাহোরে হবে আরও দুটি টেস্ট ম্যাচ। এ সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও হবে। সিরিজ শুরুর আগে আগামীকাল অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া।

টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া পাঠিয়েছে পূর্ণ শক্তির দলই। তবে সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক কামিন্সসহ কয়েকজনকে।