তামিমের হাতে উইজডেন
স্বীকৃতিটা পেয়েছেন অনেক আগেই। কিন্তু উইজডেনটা হাতে পেলেন এত দিনে। ২০১০ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এর বর্ষসেরা ক্রিকেটারদের একজন তামিম ইকবাল। উইজডেন সম্পাদকের নির্বাচিত এক ক্রিকেটার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় রীতি ভেঙে এবার বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের বদলে বর্ষসেরা চার। তামিম ইকবাল ছাড়া বাকি তিনজন এউইন মরগান, ক্রিস রিড ও জোনাথন ট্রট। গত এপ্রিলে লর্ডসে উইজডেন অ্যালম্যানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকেই নিজের নামাঙ্কিত উইজডেনের বিশেষ সংখ্যাটা হাতে নেওয়ার কথা ছিল তামিম ইকবালের। একই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ পড়ে যাওয়ায় তা হয়নি। মাঝে ইংল্যান্ডে খেলতে গিয়েও সুযোগ এসেছিল, নানা কারণে উইজডেনটা নিয়ে আসতে পারেননি তখনো। অবশেষে ইংল্যান্ডপ্রবাসী সাবেক বাংলাদেশি ক্রিকেটার শহিদুল আলমের মাধ্যমে উইজডেন কর্তৃপক্ষ সেটি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। কাল তামিম বুঝে পেলেন তাঁর উইজডেন।