২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার সাকিব

জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার সাকিব আল হাসানফাইল ছবি: প্রথম আলো

সময়টা দারুণ যাচ্ছে সাকিব আল হাসানের। আজই ২০১৮ সালের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন। আজই আবার জুলাই মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছে তাঁর নাম।

সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সে সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

Shamsul Haque Tanku

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও বোলিংয়ে সফল ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৮২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।

এ বছরের শুরু থেকে প্রতি মাসে একজন করে পুরুষ ও নারী ক্রিকেটারকে সেরা ঘোষণা করছে আইসিসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে আইসিসির ভোটিং প্যানেলের সদস্যরা দেন ৯০ শতাংশ ভোট। বাকি ১০ শতাংশ ভোট দেওয়ার সুযোগ থাকে সমর্থকদের। মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

জিম্বাবুয়েতে দারুণ খেলেছেন সাকিব
ফাইল ছবি: প্রথম আলো

জুলাইয়ের সেরা হয়ে উচ্ছ্বসিত সাকিব, ‘২০২১ সালের জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়াটা দারুণ একটা ব্যাপার। এ মাসে অসাধারণ কিছু পারফরম্যান্স ছিল। ফলে এটা আমার কাছে আরও বিশেষ কিছু।’

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর এ মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়েও রেখেছেন অবদান, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। সাকিব সব মিলিয়ে খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে, ‘জয়ে অবদান রাখতে পারলে সবচেয়ে খুশি হই আমি,তৃপ্তিও আসে। আমি খুবই খুশি যে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে পেরেছি।’