চলে গেলেন ফুটবল কিংবদন্তি গার্ড মুলার

চলে গেলেন গার্ড মুলারফাইল ছবি

সংবাদটা জানা গেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের টুইটার থেকেই। মারা গেছেন জার্মানি ও বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলার। জার্মান সময় আজ সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে মুলারের বয়স হয়েছিল ৭৫ বছর।

জার্মান ফুটবলের অন্যতম সেরা তারকা মুলার।
ফাইল ছবি

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখ আর গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। জার্মানির কিংবদন্তি ফুটবলার রোববার সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলার জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আর জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে বহু ইতিহাস গড়েছেন।’

দুটি বিশ্বকাপ খেলে ১৪ গোল করেছিলেন মুলার।
ছবি: এএফপি

মুলার বায়ার্নের হয়ে ৬০৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৬৬ গোলের অনন্য এক কীর্তির অধিকারী। জার্মান লিগে তাঁর গোলসংখ্যা ৩৬৫টি। লিগে সাতবারের সর্বোচ্চ গোলদাতা তিনি।

জার্মান জাতীয় দলের হয়ে তিনি ৬২টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৮টি। ১৯৭৪ সালে বিশ্বকাপজয়ী জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মুলার। ১৯৭২ সালে তিনি জার্মানির হয়ে জিতেছেন ইউরো। দুটি বিশ্বকাপ খেলে (১৯৭০ ও ১৯৭৪) তাঁর গোলসংখ্যা ১৪। চুয়াত্তরের বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপা জিতেছিল জার্মানি। সে ম্যাচের জয়সূচক গোলটি ছিল তাঁর। ২০০৬ বিশ্বকাপের আগ পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

মুলার ১৯৭০ সালে জিতেছেন ব্যালন ডি’অর।