ছয় উইকেট, ‘মিস্ট্রি ফ্রি হিট’—৬০ বলের নতুন টুর্নামেন্ট চালু করবে ওয়েস্ট ইন্ডিজ
টেস্টের পর ওয়ানডে এবং তারপর এসেছে টি–টোয়েন্টি। সংক্ষিপ্ত সংস্করণে এই ‘আসা’ থেমে নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আরও উদ্ভাবনী সব ভাবনা থেকেই আবির্ভাব ঘটেছে টি–১০ ও ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডস’ এর।
এবার আবির্ভাব ঘটতে যাচ্ছে টি–১০–এর মতোই আরও একটি টুর্নামেন্টের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) কাল ঘোষণা করেছে, ঘরোয়ায় ৬০ বলের নতুন একটি টুর্নামেন্ট চালু করা হবে।
সেন্ট কিটসে ২৪ আগস্টে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম হবে ‘দ্য সিক্সটি (The 6ixty)’। ছেলেদের ছয়টি দল ও মেয়েদের তিনটি দল এ টুর্নামেন্টে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে ‘বিশ্বের অনেক সেরা ক্রিকেটার অংশ নেবেন’ বলে জানিয়েছেন আয়োজকেরা।
টি–১০ অর্থাৎ ৬০ বলের টুর্নামেন্ট এই প্রথম নয়। ২০১৭ সালেই আরব আমিরাতে ১০ টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দিয়েছে আইসিসি। ইউরোপে বিভিন্ন ক্লাব টুর্নামেন্ট ও জাতীয় দলও টি–১০ সংস্করণে অংশ নিয়ে থাকে। কিন্তু আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের টি১০ টুর্নামেন্ট আয়োজন করার এটাই প্রথম নজির, যা ওয়েস্ট ইন্ডিজের হাত ধরে হতে যাচ্ছে। টি–১০–এর আদলে হলেও ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া টুর্নামেন্টে কিছু পার্থক্য থাকলে যা নিম্নরূপ—
* ম্যাচটা ছয় উইকেটের। ব্যাটিং দল ছয় উইকেট হারালে অলআউট।
* দুই ওভারের পাওয়ার প্লেতে ব্যাটিং দল দুটো ছক্কা মারতে পারলে আরেকটি ওভার পাওয়ার প্লে নিতে পারবে।
* দলগুলো প্রতিটি বোলিং প্রান্ত থেকে টানা পাঁচ ওভার বল করবে। ওভার শেষে বোলিং প্রান্ত পাল্টানোর নিয়মটা এখানে খাটবে না।
* ফিল্ডিংয়ে নামা দল বেঁধে দেওয়া ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার শেষ করতে না পারলে শেষ ছয় বলে একজন ফিল্ডার তুলে নেওয়া হবে।
* অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ভক্তরা ‘মিস্ট্রি ফ্রি হিট’ এর জন্য ভোট দিতে পারবেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১০ম মৌসুম শুরু হওয়ার কথা ৩০ আগস্ট থেকে। তার আগেই ২৮ আগস্ট নতুন এই টুর্নামেন্ট শেষ হবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও সিপিএলের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নতুন এই উদ্ভাবন টি১০ ক্রিকেট পাল্টে দেবে, খেলাটা আগের তুলনায় আরও দ্রুতগতির হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ আগস্ট ওয়ানডে সিরিজ শেষ করবে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবিয়ান খেলোয়াড়দের এই টুর্নামেন্টে পাওয়া যাবে এবং ক্রিস গেইল হবেন দূত।
১৯৬৩ সালে ইংল্যান্ডে জিলেট কাপ দিয়ে ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণের প্রচলন ঘটে। খেলা শেষ হতে অনেক সময় লাগায় পরে তা ৫০ ওভারের ওয়ানডে সংস্করণে নামিয়ে আনে আইসিসি। এরপর তো টি–টোয়েন্টির আর্বিভাব ঘটল। গত বছর ১০০ বলের টুর্নামেন্ট মাঠে নামিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।