চেন্নাইয়ে ‘ব্যর্থ’ জাদেজার মধ্যেই ভবিষ্যৎ ভারত অধিনায়ক?

এ মৌসুমে জাদেজার কাছে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন ধোনিবিসিসিআই

৭ ম্যাচ শেষে মাত্র ২টি জয়। আইপিএলে ১০ দলের পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংসের নিচে আছে শুধু মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাই অধিনায়ক হিসেবে সময়টা সুবিধার যাচ্ছে না রবীন্দ্র জাদেজার, সেটি আলাদা করে না বললেও চলে। তবে জাদেজার সতীর্থ আম্বাতি রাইডু বলছেন, জাদেজার মধ্যেই ভারতের ভবিষ্যৎ অধিনায়ক দেখেন তিনি।

এ মৌসুমেই আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর দায়িত্ব দেওয়া হয়েছে জাদেজাকে। তখন বলা হয়েছিল, এ পালাবদল নিয়ে আলোচনা গত মৌসুমেও হয়েছে।

অধিনায়কত্বের শুরুটা মোটেও ভালো হয়নি জাদেজার
আইপিএল

এমনিতে সম্প্রতি অধিনায়কত্বে বদল এসেছে ভারত জাতীয় দলেও। বিরাট কোহলির পর দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। আইপিএলের এ মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেও জয় পায়নি রোহিতের মুম্বাই। রাইডু বলছেন, কদিন পরই ৩৫ বছর পূর্ণ করতে যাওয়া রোহিতের উত্তরসূচি হওয়ার যোগ্যতা আছে অলরাউন্ডার জাদেজার।

ধোনির অধীনে জাদেজা আরও সমৃদ্ধ হবেন বলেই চেন্নাইয়ের হয়ে খেলা রাইডুর বিশ্বাস, ‘(চেন্নাইয়ে) মাহি (ধোনি) ভাইয়ের জায়গা নেওয়াটা সম্ভব নয়। তবে জাড্ডুর (জাদেজা) মধ্যে অধিনায়কত্বের গুণ আছে। যত দিন মাহি ভাই থাকবেন মাঠে, কাজটা তার জন্য সহজই হবে। জাদেজা আরও ভালো করবে। শুধু চেন্নাই নয়, ভারতকেই নেতৃত্ব দিতে পারবে সে একসময়।’

প্রথম ৭ ম্যাচে মাত্র দুইটি জিতেছে চেন্নাই

শুধু অধিনায়কত্ব নয়, নিজের পারফরম্যান্সেও এবার খুব একটা উজ্জ্বল নন জাদেজা। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন, ৩০ পেরোতে পারেননি কোনো ম্যাচে। চেন্নাই যে দুটি ম্যাচ জিতেছে, একটিতে শেষ ওভারে ১৬ রান নিয়ে বড় ভূমিকা রেখেছেন ধোনিই। রবিন উথাপ্পা, রাইডু, ধোনি, ব্রাভো—চেন্নাইয়ে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। এ মৌসুমের আগে আইপিএলে ‘মেগা’ নিলাম হলেও চেন্নাইয়ের দল আছে মোটামুটি পুরোনোই।

রাইডু বলছেন, পালাবদলে সময় লাগবে তাঁদের। তবে অধিনায়ক হিসেবে জাদেজা থাকলে সেটি সহায়তাই করবে এতে, ‘পালাবদল হবেই। সামনের বছরগুলোতে আরও তরুণ ক্রিকেটাররা আসবে চেন্নাইয়ের হয়ে খেলতে। জাদেজার মতো যে সবকিছু দেখেছে, করেছে, এমন একজনকে পাওয়াটা দারুণ হবে। তার অধীনে থাকা ক্রিকেটাররা আত্মবিশ্বাস পাবে। তারা অধিনায়কত্বের সমর্থন পাবে। আমার মনে হয় সে এবং দল—ঠিকপথেই যাচ্ছে। চেন্নাই জাদেজার অধীনে অনেক অনেক সফল হবে।’

নিজেদের তৃতীয় জয়ের খোঁজে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে চেন্নাই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে এ ম্যাচে।