এমবাপ্পের বিশাল বেতন–বোনাস ‘ফুটবলের জন্য অপমান’
অবিশ্বাস্য? সে তো বটেই। কিলিয়ান এমবাপ্পে প্যারিসে থেকে যেতে রাজি হওয়ার পর অনেকে ক্যালকুলেটর নিয়ে বসতে পারেন।
নতুন চুক্তিপত্রে সই করার পর বেতন ও বোনাস হিসেবে এমবাপ্পে যে টাকাটা পাবেন বলে শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়, তাহলে মোট আয়ের অঙ্কটা যে কারও চোয়াল ঝুলিয়ে দেবে!
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদকর্মী আন্দ্রেস অনরুবিয়া রামোস জানিয়েছেন, পিএসজিতে নতুন চুক্তিতে রাজি হওয়ার বোনাস (সাইনিং বোনাস) হিসেবে ৩০ কোটি ইউরো পাবেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুমপ্রতি বেতন পাবেন ১৫ কোটি ইউরো করে।
ফরাসি সংবাদমাধ্যম আজই জানিয়েছে, পিএসজির সঙ্গে খুব সম্ভবত ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করবেন এমবাপ্পে। অর্থাৎ তিন বছরের জন্য প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন তিনি। এবার হিসাবটা করা যাক।
ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ বেতন পাওয়ার রেকর্ডটি ছিল লিওনেল মেসির। বার্সেলোনায় ২০১৮ সালে চুক্তি নবায়নের পর করপূর্ব প্রায় ১০ কোটি ইউরো পেতেন আর্জেন্টাইন তারকা। সেই রেকর্ড অতীত হয়ে যাচ্ছে এমবাপ্পেকে নিয়ে রিয়াল ও পিএসজির টানাটানিতে। নতুন চুক্তিতে এমবাপ্পকে পিএসজি মৌসুমপ্রতি যে পারিশ্রমিক দেবে, তাতে ফরাসি ফরোয়ার্ডই হবেন ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার—কর কেটে রাখার পর যেটির পরিমাণ মৌসুমপ্রতি প্রায় ১৫ কোটি ইউরো।
ফ্রান্সে শীর্ষস্থানীয় ফুটবলারদের যেহেতু আয়ের প্রায় ৫০ শতাংশ কর দিতে হয়, তাই কর বাদে যে হিসাবটা দাঁড়াচ্ছে, তাতেও বার্সায় তখন মেসি যে বেতন পেতেন, পিএসজিতে নতুন চুক্তিতে এমবাপ্পে তার তিন গুণ বেতন পাবেন। পিএসজিতে এখন মৌসুমপ্রতি প্রায় ৪ কোটি ইউরো বেতন পেয়ে থাকেন মেসি। নেইমার পান ৪ কোটি ৮০ লাখের কিছু বেশি। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতন ২ কোটি ৩৬ লাখ ইউরো।
চুক্তি নবায়ন করায় বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। এর সঙ্গে তিন বছরের পারিশ্রমিক যোগ করলে অঙ্কটা দাঁড়ায় মোট ৭৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৩০ কোটি টাকা)। একজন খেলোয়াড়, তা যত বড় তারকাই হোন না কেন, তাঁকে ধরে রাখতে এই পরিমাণ বেতন–বোনাসের প্রস্তাব ইতিহাসেই নেই। চুক্তি নবায়ন আনুষ্ঠানিকভাবে হয়ে গেলে নতুন এক ইতিহাসই গড়বেন এমবাপ্পে।
তবে এমবাপ্পেকে নিয়ে পিএসজি যে এলাহি কারবার করছে, তা একদমই পছন্দ হচ্ছে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের। টুইটে তাঁর মন্তব্য প্রকাশ করেছেন ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০ কোটি ইউরো লোকসান দেওয়ার পর এমবাপ্পের চুক্তি নবায়নে পিএসজি যে বিশাল অঙ্কের বেতন–বোনাস সেধেছে, সেটা ৬০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। এটা ফুটবলের জন্য অপমান। তারা (পিএসজি) সুপার লিগের মতোই বিপজ্জনক।’
আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ইউরোপের সংবাদমাধ্যম জানায়, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোনে ‘না’ বলে দিয়েছেন এমবাপ্পে। অর্থাৎ মাদ্রিদে না গিয়ে প্যারিসেই থাকছেন এই তারকা। এর আগে পিএসজি তাঁকে ধরে রাখতে নিজেদের প্রকল্পের প্রধান, কোচ বাছাই এবং সতীর্থ বেছে নেওয়ার ক্ষমতাও দিতে চেয়েছে এমবাপ্পেকে। এখন পিএসজির সঙ্গে এমবাপ্পের আনুষ্ঠানিক চুক্তি নবায়নই শুধু বাকি।