এবার ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

ভারতের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াবিসিসিআই

আরও একজন নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ভারত। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। আজ দুই ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।

পরপর তিনটি টি-টোয়েন্টি সিরিজে ভারত তাই দেখছে আলাদা তিনজন অধিনায়ক। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিরাট কোহলি এ সংস্করণের দায়িত্ব ছাড়ার পর অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেন রোহিত।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের সহকারি অধিনায়কের দায়িত্ব পালন করছেন পান্ডিয়া
বিসিসিআই

এরপর চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয় রোহিতকে। তাঁর জায়গায় শুরুতে অধিনায়ক করা হয়েছিল লোকেশ রাহুলকে। তবে সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান রাহুল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় আগে থেকেই সহ-অধিনায়ক হিসেবে ঠিক করা ঋষভ পন্তকে। পন্তের সহকারী হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দায়িত্ব পালন করছেন পান্ডিয়া।

আরও পড়ুন

সর্বশেষ আইপিএলে নতুন দল গুজরাট টাইটানসকে নিয়ে শিরোপা জিতেছেন পান্ডিয়া। তাঁর নেতৃত্বগুণ আলোচনায় এসেছে এর পর থেকেই। ভারতের কোনো কোনো সাবেক ক্রিকেটার তো তাঁর হাতেই ভারতের ভবিষ্যৎ নেতৃত্বও দেখছেন।

২৬ ও ২৮ জুন মালাহাইডে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সেখানে পান্ডিয়ার সহকারী হিসেবে রাখা হয়েছে পেসার ভুবনেশ্বর কুমারকে।

আরও পড়ুন

অবশ্য পন্তকে সে সিরিজে রাখা হয়নি মূলত ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টের প্রস্তুতির কারণে। গত বছর স্থগিত টেস্টটি ভারত খেলবে আগামী ১ থেকে ৫ জুলাই। এ কারণে দলে নেই শ্রেয়াস আইয়ারও। আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত, সেখানে ফিরবেন রোহিত, কোহলিরা।

প্রথম বারের মতো ভারত দলে ডাক পেলেন রাহুল ত্রিপাঠি
আইপিএল

আয়ারল্যান্ড সফরে প্রথমবারের মতো ভারত দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি। দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। চোট কাটিয়ে এ সিরিজ দিয়ে দলে ফিরছেন সূর্যকুমার যাদবও।

এ সফরে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় একাডেমির প্রধান ভিভিএস লক্ষণ।

আয়ারল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দল
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।