এখনো ওয়াটসনে বুঁদ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দল এখনো আছে যেন একটা ঘোরের মধ্যে। ঘোরের নাম শেন ওয়াটসন। ওয়াটসনের দানবীয় ব্যাটিং আর ছক্কা-বৃষ্টি দেখে মাইক হাসির মনে পড়ে গেছে অ্যাডাম গিলক্রিস্টের কথা। কাল বিকেলে অনুশীলনের পর এসে ক্যালাম ফার্গুসন বললেন, এই ইনিংসটা জীবনেও ভুলতে পারবেন না।১৫টি করে চার-ছয় আর একগাদা রেকর্ড। ৯৬ বলে অপরাজিত ১৮৫ রানের ইনিংসটা হাসিকে মনে করিয়ে দিয়েছে সাবেক এক সতীর্থের কথা, ‘ইনিংসটা দেখতে দেখতে ভাবছিলাম, ২০০৭ বিশ্বকাপের ফাইনালে গিলক্রিস্টের পর এমন ধারাবাহিকভাবে আর কাউকে মারতে দেখিনি। দানবীয় একটা ইনিংস, অবশ্য এর আগেও ও এমন খেলেছে। গত জানুয়ারিতে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংসটাও ছিল এমন বিস্ময়কর। ওর গায়ে এমন শক্তি যে বলের পর বল মাঠের বাইরে পাঠাতে পারে। এই ইনিংসটাতেই যেমন বল মাঝ ব্যাটের ধারেকাছেও লাগেনি, কিন্তু অনায়াসেই গ্যালারির ১০ সারি পেছনে উড়ে গেছে। অবিশ্বাস্য!’বাংলাদেশের ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসসহ অনেকেরই ধারণা, এমন ইনিংস জীবনে একবারই খেলা সম্ভব। হাসি একমত নন, ‘আমার বিশ্বাস, এমন কিছু ও আবারও করতে পারে। আমি নিশ্চিত, আবারও এমন কোনো দিন আসবে, যেদিন কন্ডিশন ওর ব্যাটিংকে মানিয়ে যাবে, সবকিছুই ওর পক্ষে যাবে।’ড্রেসিংরুমে বসে ওয়াটসনের ইনিংসটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন ফার্গুসনও, ‘ড্রেসিংরুমে বসে যা দেখলাম, কোনো দিনই তা ভুলতে পারব না। এটা ছিল অবিশ্বাস্য একটা ইনিংস।’ ওয়াটসনের ইনিংসটার জন্যই সেদিন দলে ফিরেও ব্যাটিং করা হয়নি ফার্গুসনের। দলের সহজ জয়ে তাঁর খুশিই হওয়ার কথা। কিন্তু এই সহজ জয়গুলো তাঁর জন্য এক মধুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যাটিং করেন পাঁচ-ছয়ে, দল আগেই জিতে যাওয়ায় সর্বশেষ ছয় ম্যাচে চারবারই যে ব্যাট হাতে নামতে পারেননি!কিন্তু এই মুহূর্তে ব্যাটিংয়ের সুযোগটা তাঁর খুবই প্রয়োজন। একসময় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা পাকাই করে ফেলেছিলেন। কিন্তু ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এমন এক চোটই বাঁধালেন যে বছর খানেকের জন্য দলের বাইরে। তত দিনে তাঁর জায়গায় এসে গেছেন ক্যামেরন হোয়াইট নামের একজন। সেই হোয়াইটকে সরিয়েই গত ম্যাচে একাদশে ঢুকেছেন। এখন জায়গাটা আবার নিজের করে নিতে চান, ‘অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে এত প্রতিযোগিতা যে প্রতিটি সুযোগই বিশাল। বাইরে থেকে দেখে আর পানি টানাটানি করে অনেক সময় কাটিয়েছি। এবার সুযোগটা কাজে লাগাতে চাই।’কাজে লাগানোর পালাটা এক ম্যাচ পর থেকে শুরু করলেই তো হয়!