আইচের লড়াইয়েও হার এড়াতে পারেনি যুবারা

হার দিয়ে সিরিজ শুরু হলো বাংলাদেশের যুবাদেরছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

আইচ মোল্লা চেষ্টা করলেন। চার নম্বরে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৯৩ বলে ৮৬ রান। তাঁর এমন ইনিংসও অবশ্য যথেষ্ট হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ২২৮ রান তাড়া করতে নেমে ৪২ রানে হেরেছেন বাংলাদেশের যুবারা। ইনিংসের তখনো বাকি ২২ বল। বাংলাদেশ ইনিংসে আইচ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন আর মাত্র দুজন।

ডাম্বুলায় টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। রিপন মণ্ডল ও গোলাম কিবরিয়ার তোপে ৩২ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯। এরপর চতুর্থ উইকেটে পবন পাথিরাজা ও সাদিশা রাজাপক্ষে গড়েন ৫৩ রানের জুটি। তবে বাংলাদেশকে বিপাকে ফেলেছে পঞ্চম উইকেট জুটি। এবার পাথিরাজার সঙ্গে রভীন ডি সিলভা এনে দিয়েছেন আরও ৮০ রান। ৫৮ বলে ২৮ রান করা রাজাপক্ষে ও ৪৭ বলে ২৯ রান করা ডি সিলভা মূলত সঙ্গ দিয়েছেন পাথিরাজাকে। নাইমুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ইনিংস-সর্বোচ্চ ৬৭ রান করেছেন পাথিরাজা। ৮৮ বলের ইনিংসে মেরেছেন ৫টি চার।

বোলিংয়ের এ উল্লাস পরে আর থাকেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

শেষ দিকে দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কা পর্যাপ্ত রান ঠিকই জোগাড় করে নিয়েছে। শেষ ৭ ওভারে উঠেছে ৫২ রান। ৯ উইকেটে ২২৮ রান তোলে স্বাগতিক দল। ইয়াসিরু রদ্রিগো এ সময়ে খেলেছেন ১৫ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস, তাঁর ইনিংসে ৩টি চারের সঙ্গে ছিল ১টি ছয়। বাংলাদেশ অধিনায়ক মেহেরব হাসান ব্যবহার করেছেন সাতজন বোলার। ৫৯ রানে ৩ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার রিপন, আশিকুর জামান ২ উইকেট নিয়েছেন ৪৩ রানে। ১টি করে উইকেট নিয়েছেন কিবরিয়া, মেহেরব, নাইমুর ও আরিফুল ইসলাম।

ইনিংস-সর্বোচ্চ ৬৭ রান করেছেন পবন পাথিরাজা
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

২২৯ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা ধীরগতির ছিল। দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতিখার হোসেনের জুটি ভাঙে দশম ওভারে। তখন দলের রান ৩১। ২৬ বলে ৯ রান করে ফেরেন মাহফিজুল। এরপরই ধস নামে ইনিংসে। প্রথম উইকেট পড়ার পর আর ৪ রান যোগ করতেই বাংলাদেশ হারায় ইফতিখার, প্রান্তিক ও মেহেরবকেও।

চারে নামা আইচের সঙ্গে আরিফুলের পঞ্চম উইকেট জুটি আশা জাগায় বাংলাদেশের। তবে ভুল–বোঝাবুঝিতে ৬৭ বলে ৩৮ রান করা আরিফুল রানআউট হয়ে ফিরলে ভাঙে ৭০ রানের জুটি। এরপর লড়াইটা বলতে গেলে একা চালিয়ে যান আইচ।

লড়াই করেও পারেননি আইচ মোল্লা (ডানে)
ফাইল ছবি: বিসিবি

তাহজিবুল ইসলাম (২), কিবরিয়া (০), নাইমুর (৭), রিপন (২) একে একে ফিরলেও প্রতি আক্রমণ করেন আইচ। ৬২ বলে ফিফটি পূর্ণ করার পর পরের ৩০ বলে তোলেন আরও ৩৬ রান। তবে মাথিশা পাথিরানাকে ফিরতি ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত থামতে হয় তাঁকে। ততক্ষণে প্রয়োজনীয় রান ও বলের সংখ্যার ব্যবধানও বেড়ে গিয়েছিল অনেকটাই। আইচ তাঁর ইনিংসে মারেন ৯টি চার।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এদিন সেরা বোলিং পারফরম্যান্সটা ত্রিভীন ম্যাথিউসের। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন এই অফ স্পিনার। এ ছাড়া ২১ রানে ২ উইকেট নেন শেভন ড্যানিয়েল। ১টি করে উইকেট নিয়েছেন চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ওয়েল্লাগে ও পাথিরানা।

সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডে আগামী সোমবার, একই ভেন্যুতে। গত বিশ্বকাপের পর এটাই বিদেশের মাটিতে প্রথম কোনো সিরিজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।