অ্যান্ডারসন-ব্রডকে ফেরাল ইংল্যান্ড

ইংল্যান্ড দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডফাইল ছবি

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজের পর দুজনকে বাদ দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। অ্যান্ডারসন-ব্রডের সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা দুজনকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

অ্যাশেজের পর যে পুনর্গঠনের কথা বলেছিল ইংল্যান্ড, তারই অংশ হিসেবে বাদ দেওয়া হয়েছিল মোট ১১৭৭টি উইকেটের মালিক অ্যান্ডারসন ও ব্রডকে। তবে নতুন অধিনায়ক স্টোকস আসার পরই নিশ্চিত হয়েছিল, দলে ফিরছেন টেস্টে ইংল্যান্ডের সফলতম দুই বোলার।

স্টোকসকে অধিনায়ক করার পর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ড। নতুন ব্যবস্থাপনা পরিচালক রব কি টেস্ট দল নিয়ে বলেছেন, ‘বেন (স্টোকস) ও ব্রেন্ডনের (ম্যাককালাম) অধীনে আমাদের টেস্ট দলের নতুন শুরু এটি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে পরের মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রোমাঞ্চকর দল নির্বাচন করেছি আমরা।’

১৩ জনের এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও পেসার ম্যাথু পটসকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাকা হয়েছে তাঁদের।

হ্যারি ব্রুকের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যাথু পট
টুইটার

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় ইয়র্কশায়ার ব্যাটসম্যান ব্রুকের। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৫১.৬০ গড়ে ৭৫৮ রান করেছেন এই ডানহাতি। তিনটি শতকের সঙ্গে করেছেন চারটি অর্ধশতক। কাউন্টিতে মুগ্ধ করেছেন ডারহামের পেসার পটও। ৩৫ উইকেট নিয়ে এ মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

রব কি বলেছেন, দলে জায়গা প্রাপ্য ছিল ব্রুক ও পটের, ‘কাউন্টি মৌসুমে দুর্দান্ত শুরুর পুরস্কার দিয়েছি আমরা। এ পর্যায়ে খেলার সুযোগ পাওয়াটা প্রাপ্য তাদের।’ আগামী ২ জুন লর্ডসে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট। স্টোকস-ম্যাককালামের অধীনে প্রথমবারের মতো নামবে ইংল্যান্ড।

নিউজিল্যান্ড সিরিজে ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, ওলি পোপ, জো রুট।