অন্যকলাম
পুরস্কারজোকোভিচ, নাদাল, ফেদেরার—এটিপি পুরস্কারের জন্য তিনজনের লড়াইটা হতে পারত হাড্ডাহাড্ডি। লড়াইয়ের কথা ভুলে যান! পুরস্কার পেলেন তিনজনই। অবশ্য ভিন্ন ক্যাটাগরিতে। ২০০২ সালের পর ফেদেরার এই প্রথম কোনো বছর কাটাচ্ছেন গ্র্যান্ড স্লাম না জিতেই। তার পরও এটিপির স্তেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ পুরস্কারটি পেয়েছেন এই সুইস। দর্শকদের ভোটে টানা নবম এবং খেলোয়াড়দের ভোটে ৮ বছরে সপ্তমবারের মতো পেলেন এই পুরস্কার। জোকোভিচের হাতে উঠেছে এক নম্বর হিসেবে বছর শেষ করার পুরস্কার। নাদাল ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজের স্বীকৃতিস্বরূপ নাদাল পেয়েছেন আর্থার অ্যাশ মানবহিতৈষী পুরস্কার। বছরের সবচেয়ে উন্নতি করা এটিপি খেলোয়াড় এবং উদীয়মান খেলোয়াড়—দুটি পুরস্কারই পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স বগোমোলোভ জুনিয়র। ওয়েবসাইট।টেন্ডুলকার-মুগ্ধতাক্রিকেটে অখণ্ড মনোযোগ জরুরি। সে আপনি ব্যাটিং করুন, বোলিং কিংবা ফিল্ডিং। কিন্তু কার্ক এডওয়ার্ডস পড়েছেন ভীষণ সমস্যায়। শচীন টেন্ডুলকার যখন ব্যাটিং করেন, তখন ফিল্ডার হিসেবে নাকি মনোযোগই ধরে রাখতে পারেন না। ফিল্ডিং ভুলে এই ওয়েস্ট ইন্ডিয়ানও নাকি হয়ে যান মুগ্ধ দর্শক! মুম্বাইয়ে টেন্ডুলকারের শহরে আসার পর এডওয়ার্ডস বলেছেন, ‘কখনো কখনো তাঁর দিকে এতটাই মনোযোগ চলে যায়, নিজের ফিল্ডিংয়ে মনোযোগই দিতে পারি না। আপনাদের বেলায় যা হয়, আমার বেলাতেও তা-ই হয়। এই মানুষটা কিংবদন্তি। আমরা তাই মুগ্ধ হয়ে তাঁর ব্যাটিং দেখি।’ এএফপি।