‘দেখা হবে বন্ধু’—এমবাপ্পেকে হাকিমি
সম্পর্কে তাঁরা বন্ধু। একসঙ্গে খেলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। তবে এবার দুই বন্ধুর একে অপরের বিপক্ষে মাঠে নামতেই হচ্ছে। বলা হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও মরক্কোর আশরাফ হাকিমির কথা।
কাল রাতে পর্তুগালকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে পৌঁছে গেছে মরক্কো। এর পরের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে এই ফ্রান্সের বিপক্ষেই খেলবে মরক্কো। অর্থাৎ, এমবাপ্পেকে থামানোর দায়িত্ব পড়তে যাচ্ছে হাকিমির ওপরেই।
এমবাপ্পেকে থামানোর জন্য বোধ হয় তর সইছে না হাকিমির। সে জন্যই ফ্রান্সের ম্যাচ শেষ হওয়ার পরপরই এমবাপ্পেকে নিয়ে টুইট করেন এই ফুটবলার। টুইটে অনেকটা হুমকিই দিয়ে রেখেছেন এমবাপ্পেকে। যদিও সেই হুমকিতে আছে ভালোবাসার সুর। টুইটে বন্ধুকে নিয়ে তিনি লিখেছেন, ‘শিগগিরই দেখা হবে বন্ধু।’
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। গ্রুপ পর্বে এই দলটি হারায় বেলজিয়ামকে। আরেক সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে টপকে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হয় তারা। এরপর শেষ ষোলোতে এসে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে। সবাইকে চমকে দিয়ে লুইস এনরিকের দলকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।
এই জয়ের পরই হাকিমিকে অভিনন্দন জানিয়েছিলেন এমবাপ্পে। হাকিমির সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মরক্কোর পতাকা ও লাভ ইমোজি দিয়েছিলেন এই ফরাসি তারকা। কোয়ার্টার ফাইনালে তাদের জয় আরেক ফেবারিট পর্তুগালের বিপক্ষে।
এবার মরক্কোর সামনে ফ্রান্স। যেভাবে একের পর পরাশক্তিকে বিদায় করেছেন যেন নতুন ইতিহাস লিখতেই কাতারে এসেছেন হাকিম জিয়েশ, হাকিমিরা। তবে এমবাপ্পেরাও সতর্কই থাকছেন। ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জেতার লক্ষ্যেই কাতারে এসেছেন তাঁরা।
বুধবার রাতে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।