অবশেষে ‘প্রিটি উইমেন’–এর মন জিতলেন গার্দিওলা

পেপ গার্দিওলা ও জুলিয়া রবার্টসছবি: টুইটার

রুপালি পর্দায় নায়কের অভিমান ভাঙিয়েছেন। ‘প্রিটি উইমেন’ সিনেমায় সেই স্বাদ পেয়েছেন রিচার্ড গিয়ার, হিউ গ্রান্ট পেয়েছেন ‘নটিং হিল’ সিনেমায়। সোনাঝরা হাসিতে তাঁদের অভিমান ভাঙিয়েছেন জুলিয়া রবার্টস। অস্কারজয়ী হলিউডের এই তারকা অভিনেত্রী সরাসরি পেপ গার্দিওলার অভিমান ভাঙাননি। তবে পুরো ঘটনাটা জানার পর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেওয়াই যায়।

ম্যানচেস্টার সিটি গত শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ জেতার পর দলটির কোচ পেপ গার্দিওলাকে অভিনন্দন জানিয়েছেন ৫৫ বছর বয়সী জুলিয়া রবার্টস। ইনস্টাগ্রামে গার্দিওলার চ্যাম্পিয়নস লিগ ট্রফিতে চুমু খাওয়ার ছবি পোস্ট করে ‘প্রিটি উইমেন’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘পেপ গার্দিওলাকে অভিনন্দন, দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর জন্য।’

হলিউডের অনেকেই ফুটবলের ভক্ত। ‘জেমস বন্ড’খ্যাত ড্যানিয়েল ক্রেইগ যেমন লিভারপুলের সমর্থক, ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’খ্যাত কেইরা নাইটলি ওয়েস্ট হামের পক্ষে গলা ফাটান, ড্যানিয়েল ডে–লুইস ইংলিশ ফুটবলে দ্বিতীয় স্তরের ক্লাব মিলওয়ালের ভক্ত আর টম হ্যাংকসের পছন্দ অ্যাস্টন ভিলা।

খুঁজলে এমন আরও অনেক অভিনেতা–অভিনেত্রীকে পাওয়া যাবে, যাঁরা বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থক। পছন্দের দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট নতুন কিছু নয়। কিন্তু জুলিয়া রবার্টসের গার্দিওলাকে অভিনন্দন জানানোর বিষয়টি এত সরল নয়। খুলেই বলা যাক।

আরও পড়ুন

জুলিয়া রবার্টস ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত। আর গার্দিওলা জুলিয়া রবার্টসের পাঁড় ভক্ত। ঘটনা হলো, গত মার্চে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে লাইপজিগকে ৭–০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে জুলিয়া রবার্টসের ওপর নিজের অভিমানের কথা জানিয়েছিলেন গার্দিওলা।

গলফ কিংবদন্তি টাইগার উডস, বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান ও জুলিয়া রবার্টসকে ‘আদর্শ’ মানেন, এই কথা জানিয়ে গার্দিওলা বলেছিলেন, ম্যানচেস্টার সিটিকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতালেও নিজেকে তাঁর ব্যর্থ মনে হবে।
কারণ? জুলিয়া রবার্টস ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিকে এড়িয়ে তাঁদের নগরপ্রতিদ্বন্দ্বী ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড দর্শনে গিয়েছিলেন। ইউনাইটেড ও ওয়েস্ট হামের মধ্যকার ১–১ গোলে ড্র ম্যাচ দেখেছিলেন হলিউড তারকা।

আরও পড়ুন

সেই ঘটনা টেনে গার্দিওলা কণ্ঠে কপট অভিমান ঝরিয়ে বলেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগ টানা তিনবার জিতলেও ব্যর্থ মনে হবে। জীবনে আদর্শ মেনেছিলাম তিনজনকে—টাইগার উডস, মাইকেল জর্ডান ও জুলিয়া রবার্টস। কয়েক বছর আগে জুলিয়া রবার্টস ম্যানচেস্টারে এসেছিলেন। সেটা নব্বইয়ের দশকে নয়, যখন ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপার পর শিরোপা জিতছে। তিনি এমন সময়ে এসেছিলেন, যখন আমরা ইউনাইটেডের চেয়ে ভালো দল, এই চার–পাঁচ বছর বিচারে তো কথাটা বলাই যায়। কিন্তু তিনি আমাদের দেখতে আসেননি। তাই আমি চ্যাম্পিয়নস লিগ জিতলেও আসলে কোনো কিছু যায়–আসে না; কারণ, জুলিয়া রবার্টস ম্যানচেস্টারে এসেছিলেন, কিন্তু আমাদের এখানে আসেননি।’

ভক্ত হিসেবে গার্দিওলার এই অভিমানের কথা সংবাদমাধ্যমের কল্যাণে নিশ্চয়ই জুলিয়া রবার্টসের কান পর্যন্ত পৌঁছেছে। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর গার্দিওলাকে জুলিয়া রবার্টসের এই অভিনন্দনবার্তাকে তাই অভিমান ভাঙানো মনে হতেই পারে!

আরও পড়ুন