বাইলসের ফিরে আসা আর গ্যালারিতে বসে টম ক্রুজের দেখা

মেয়েদের দলগত বাছাই রাউন্ড ছিল এটি। কিন্তু বার্কি অ্যারেনার এই বাছাই রীতিমতো সোনার লড়াইয়ের চেয়েও বেশি অনুসরণীয় হয়ে উঠল গণমাধ্যম ও দর্শকের কাছে। কারণ একটাই—যুক্তরাষ্ট্র দলের হয়ে ফ্লোরে নামছেন সিমোন বাইলস। ২৭ বছর বয়সী এই কিংবদন্তি জিমন্যাস্টের প্যারিস অলিম্পিকের প্রথম ঝলক দেখতে গ্যালারিতে ছিলেন টম ক্রুজের মতো নামী হলিউড তারকাসহ অনেকেই। ছবিতে দেখুন বাইলসের অলিম্পিকে প্রত্যাবর্তন—

১ / ১২
রোববার মেয়েদের দলগত কোয়ালিফাইংয়ে বাইলস যখন ফ্লোরে প্রবেশ করেন, চারদিকে মুহুর্মুহু করতালিতে তাঁকে স্বাগত জানান দর্শকেরা
রয়টার্স
২ / ১২
অলিম্পিকে সাত পদকজয়ী সিমোন বাইলস সর্বশেষ অলিম্পিকের সব ইভেন্টে অংশ নেননি। দলগত ইভেন্টের মাঝে সরে দাঁড়িয়েছিলেন ‘টুইস্টিজ’কে কারণ দেখিয়ে। এটি এমন একধরনের মানসিক অবস্থা, যা জিমন্যাস্টদের বাতাসে ভেসে থাকার সময়ে মনোযোগে ব্যাঘাত ঘটায়।
রয়টার্স
৩ / ১২
বাইলসের ‘টুইস্টিজ’–এর সূত্র ধরে বিশ্বজুড়ে জিমন্যাস্টরা এটি নিয়ে আওয়াজ তুলতে শুরু করেন। যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেও খেলোয়াড়দের মানসিক সুস্বাস্থ্য নিয়ে আলোচনা গতি পায়।
এএফপি
৪ / ১২
টোকিও অলিম্পিক থেকে সরে যাওয়ার দুই বছর পর ২০২৩ সালে ইউএস ক্ল্যাসিক দিয়ে প্রতিযোগিতাপূর্ণ জিমন্যাস্টিকসে ফেরেন বাইলস। একই বছর অংশ নেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও
রয়টার্স
৫ / ১২
প্যারিস অলিম্পিক শুরুর আগে বাইলসের কোচ সেসিল লান্ডি জানান, মানসিকভাবে ঠিকঠাক থাকলে এবারের আসরে তাঁকে আটকানো কঠিন হবে
এএফপি
৬ / ১২
আনইভেন বারে বাইলসের পারফরম্যান্সও ছিল অনবদ্যই
রয়টার্স
৭ / ১২
বিমে প্রতিটি মুভমেন্টে ছিলেন স্বচ্ছন্দ
রয়টার্স
৮ / ১২
মনোযোগ ও শরীরের ওপর নিয়ন্ত্রণ ছিল শতভাগ
এএফপি
৯ / ১২
মঙ্গলবার মেয়েদের দলগত অল–অ্যারাউন্ডের ফাইনালে অংশ নেবেন চার সোনাজয়ী বাইলস
রয়টার্স
১০ / ১২
এবারের অলিম্পিকে বাইলস ভল্ট, বিম, আনইভেন বার ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে অংশ নেবেন
রয়টার্স
১১ / ১২
খেলা শেষে যুক্তরাষ্ট্র দলের কোচ জানান, কাফে (পায়ের মাংসপেশিতে) কিছুটা সমস্যা হয়েছিল বাইলসের
এএফপি
১২ / ১২
বার্কি অ্যারেনার গ্যালারিতে বাইলস ও তাঁর দলের খেলা দেখেছেন হলিউড তারকা টম ক্রুজ
রয়টার্স