আফ্রিদি ছাড়াও বোলিংয়ে শান মাসুদের ভরসা ৬ অস্ত্র

পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদএএফপি

পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কায় দুই টেস্টের সেই সিরিজে পাকিস্তানের ফাস্ট বোলিংয়ের ভার ছিল শাহিন আফ্রিদি ও নাসিম শাহর কাঁধে। টেস্টে এবার পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ টেস্টের সিরিজটি অস্ট্রেলিয়ার মাটিতে বলে পেস বোলিংয়ের ওপর হয়তো একটু বেশি নির্ভর করতে হবে। স্বাভাবিকভাবেই পাকিস্তান দলে পেসার এবং পেস বোলিং অলরাউন্ডার আছেন বেশ কয়েকজন।

কিন্তু সেই পেসার আর পেস বোলিং অলরাউন্ডাররা কেমন? চোটের কারণে নাসিম নেই, আফ্রিদির সঙ্গে এই সিরিজে পেসার হিসেবে আছেন হাসান আলী, মির হামজা ও খুররম শেহজাদ। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম ও আমির জামাল। হাসান ও ফাহিম ছাড়া বাকিরা অনেকের কাছেই হয় অপরিচিত, না হয় স্বল্প পরিচিত। এ কারণেই হয়তো পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে চেনাতে হয়েছে তাঁর পেস বোলারদের।

আরও পড়ুন

১৪ ডিসেম্বর থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু তিন ম্যাচের সিরিজ। এর আগে আগামীকাল থেকে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। সে ম্যাচের ট্রফি উন্মোচনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে মাসুদ তাঁর বোলারদের নিয়ে কথা বলেছেন। মাসুদ শুরুটা করেছেন এভাবে, ‘শাহিনসহ আমাদের ছয়জন বোলার আছে। প্রত্যেকেই ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারে। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের দুজন শীর্ষ পারফরমার আছে। একজন বাঁহাতি বোলার মির হামজা। সে কাউন্টি ক্রিকেট খেলেছে, দুটি টেস্টও।’

মাসুদ এরপর যোগ করেন, ‘আমাদের খুররম শেহজাদ আছে। আমাদের ঘরোয়া ক্রিকেট মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি সে। আমি মনে করি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকেও কাজে লাগাতে পারি আমরা। বল রিভার্স করলে সে কিছু গতিও যোগ করতে পারে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাকে খুব কাজে লাগবে।’

শাহিন শাহ আফ্রিদি
এএফপি

মাসুদ শুরুতেই প্রথম যে তিনজনের কথা বলেছেন, তাঁদের মধ্যে ওয়াসিমের ২ ও হামজার ৩ টেস্টের অভিজ্ঞতা। হামজা ৩ টেস্টে উইকেট নিয়েছেন ২টি। আর ২ টেস্টে ২ উইকেট নিয়েছেন ওয়াসিম। ৩১ বছর বয়সী হামজার প্রথম শ্রেণিতে ১০৫ ম্যাচে উইকেট ৪১৮টি। ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ওয়াসিমের উইকেট ৩৪টি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা খুররম প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচ খেলে ২৯.০৮ গড়ে নিয়েছেন ১৩৫ উইকেট।

হাতে যে বিকল্প আছে, সেটা বোঝাতে গিয়ে মাসুদ এরপর দুজন পেস বোলিং অলরাউন্ডারের কথাও বলেন, ‘আমির জামাল একজন অলরাউন্ডার। গতির সঙ্গে তার লেংথও ভালো। যেটা এখানে কার্যকরী হতে পারে। ফাহিম আশরাফও এই ভূমিকা নিতে পারে এবং সে ব্যাটিংয়ের সঙ্গে বল হাতেও কিছু করতে পারে।’

আরও পড়ুন

দলে যাওয়া-আসার মধ্যে থাকা ফাহিম ১৬ টেস্ট খেলে ২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬৭৩ রান। কোনো শতক না থাকলেও করেছেন ৪টি অর্ধশতক। পাকিস্তানের হয়ে ৪টি টি–টোয়েন্টি খেলা আমির আছেন টেস্ট ও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৬ উইকেট নিয়েছেন তিনি, করেছেন ৬৫৩ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম–উল–হক, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।