নিজের যমজের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এমবাপ্পে

গত কদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। হামজাকে পেয়ে উচ্ছ্বসিত হৃদি শেখ, শেখ মোরসালিন ও লিটন দাশরা। আর মাদাম তুসোতে নিজের প্রতিকৃতি দেখে বিস্মিত কিলিয়ান এমবাপ্পে নিজেই। মাঠে ও মাঠের বাইরে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
স্ত্রী–সন্তানদের সঙ্গে অবকাশে দারুণ সময় পার করলেন লুইস সুয়ারেজ
ইনস্টাগ্রাম
২ / ৭
রিয়াল মাদ্রিদ তারকা লুকাস ভাসকেসের গত সপ্তাহটা যে দারুণ গেছে, সেটা এই ছবিতেই স্পষ্ট
ইনস্টাগ্রাম
৩ / ৭
বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার ব্রিটিশ বাঙালি হামজা চৌধুরীর সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত তরুণ নৃত্যশিল্পী হৃদি শেখ। ছবির ক্যাপশনে হামজাকে ‘বিনয়ী’ ও ‘অমায়িক’ বলে সম্বোধন করেছেন হৃদি। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক ড্যানিশ বাঙালি জামাল ভূঁইয়াও
ফেসবুক
৪ / ৭
হামজা চৌধুরীকে আপাতত বিদায় জানিয়ে এই ছবিটা পোস্ট করেছেন আরেক ফুটবলার শেখ মোরছালিন
ইনস্টাগ্রাম
৫ / ৭
দুই ভুবনের দুই তারকা তাঁরা। তবে হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার উচ্ছ্বাসটা যেন আড়াল করতে পারলেন না বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাশ। ক্যাপশনে লিটন লিখেছেন, ‘তাঁর সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার ছিল।’
ইনস্টাগ্রাম
৬ / ৭
নাহ, হ্যারি কেইনের সামনে থাকা কেকটা জন্মদিনের নয়। ইংল্যান্ড দলে অভিষেক হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে কেকটা কেটেছেন ইংলিশ অধিনায়ক
ইনস্টাগ্রাম
৭ / ৭
প্রথম দেখায় কোনটা আসল কিলিয়ান এমবাপ্পে, বোঝাটা কঠিন। মোমের তৈরি নিজের অবয়ব দেখে আসল এমবাপ্পে (বাঁয়ে) নিজেও যেন বিস্মিত। পরে ফ্রান্সের অ্যাওয়ে জার্সি পরা অন্য এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেন নিজের ‘যমজ’ বলে। লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে দেখা যাবে এমবাপ্পের মোমের তৈরি ভাস্কর্যটি
ইনস্টাগ্রাম