কাপেলোর সমালোচনার জবাবে ‘আলিঙ্গনের’ কথা বললেন গার্দিওলা
কদিন আগে পেপ গার্দিওলার একটু সমালোচনা করেছিলেন সাবেক ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলো। গার্দিওলার ঔদ্ধত্য উল্লেখ করে ইতালিয়ান কোচ বলেছিলেন, গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন।
মূলত গার্দিওলার কৌশল অনুসরণ করতে গিয়ে ইতালিয়ান ফুটবল কীভাবে তার স্বকীয়তা হারিয়েছে, সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কথাটি বলেছিলেন কাপেলো। কাপেলোর সেই সমালোচনার জবাবে এবার মুখ খুলেছেন গার্দিওলা। তবে পাল্টা জবাব দিতে গিয়ে সাবেক গুরু কাপেলোকে তোপ দাগেননি গার্দিওলা। বরং আলিঙ্গনে জড়ানোর কথাই বলেছেন তিনি।
ব্রাইটন ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কাপেলোর মন্তব্য নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘মানুষ আমার সম্পর্কে যা বলে, আমি সব শুনি। তাই খুব সাবধান। এমন না যে জনাব ফাবিও এবারই প্রথম এমন কথা বলেছেন। ইতালিয়ান ফুটবল নষ্ট করার জন্য আমি যথেষ্ট ভালো নই, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফাবিওর জন্য একবুক ভালোবাসা।’
গার্দিওলার সিটি নিজেদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। বিদায় হয়ে গেছে লিগ কাপ থেকেও। চ্যাম্পিয়নস লিগেও বিদায় নিতে হয়েছে শেষ ষোলোর আগে।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের লড়াই দর্শক হিসেবে দেখতে কষ্ট লেগেছে কি না, জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘না, কষ্ট লাগেনি। আমার কোনো হতাশা নেই। সেখানে থাকা আমাদের প্রাপ্য ছিল না। আমি একজন দর্শক হিসেবে শিখেছি এবং উপভোগ করেছি। লিভারপুল ও আতলেতিকোর মতো অবিশ্বাস্য দলও বিদায় নিয়েছে।’
এ সময় হুলিয়ান আলভারেজের ‘ডাবল টাচের’ কারণে গোল বাতিল হওয়ার পর আতলেতিকোর বিদায় নিয়েও কথা বলেছেন গার্দিওলা, ‘হুলিয়ান আলভারেজের সঙ্গে যা হলো, এত সামান্য ব্যবধান। ভাবতে পারেন, এই কারণে একটা দল চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল! এটা (চ্যাম্পিয়নস লিগ) কতটা বিশেষ, তা আমাকে কারও ব্যাখ্যা করার দরকার নাই। কিন্তু এ মৌসুমে আমরা যোগ্য ছিলাম না। এই মৌসুমে আমরা ওয়াইন–ভর্তি গ্লাস হাতে সোফায় বসে থাকার যোগ্য। আশা করি, আমরা ভালোভাবে ফিরতে পারব। পরের মৌসুমে উত্তীর্ণ হতে পারব।’