টুইটারে রোনালদো-কোহলিদের ‘নীল টিক’ গায়েব
ক্রিস্টিয়ানো রোনালদো কোনজন? বিরাট কোহলিই–বা কই! টুইটারে হুট করে ঢুকে এমন ধন্দে পড়ে যেতেই পারেন আপনি।
সাধারণত তারকাদের ‘আসল’ টুইটার আইডি বুঝতে নামের পাশে যে ভেরিফিকেশনের ‘ব্লু টিক’ চিহ্ন দেখে অভ্যাস আপনার, রোনালদো-কোহলিদের আইডি থেকে যে মুছে গেছে সেটি। ফলে ‘আসল’ রোনালদো বা কোহলিকে খুঁজে বের করা আপাতত মুশকিলই হতে পারে।
এমনিতে রোনালদোর টুইটারে অনুসারী ১০৮.৩ মিলিয়ন, কোহলির অনুসারী ৫৫.১ মিলিয়ন।
স্বাভাবিকভাবেই শুধু খেলার জগতের তারকারা নন, এ অবস্থা আরও অনেকেরই। পোপ থেকে শুরু করে জে কে রাওলিং—ব্লু টিক মুছে গেছে অনেকের নামের পাশ থেকেই।
এর পেছনে অবশ্য টুইটারের সম্প্রতি গ্রহণ করা নতুন নীতি। গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের এ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে নতুন নতুন সব নিয়ম। ব্লু টিকের জন্য টাকা খরচ করাও তার একটি।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত প্রোফাইলের পাশে নীল রঙের টিকচিহ্ন নিতে গেলে মাসে গুনতে হবে ৮ ডলার। যাঁরা এটি দেবেন না, তাঁদের নামের পাশ থেকে সে চিহ্ন চলে যাবে।
প্রাথমিকভাবে প্রতি আইডির জন্য মাসে ২০ ডলার করে নেওয়ার প্রস্তাব করেছিলেন মাস্ক। তবে শেষ পর্যন্ত সেটি থেকে সরে আসেন তিনি। সাবস্ক্রিপশন ছাড়া নীল টিকচিহ্ন এপ্রিলের শুরু থেকে সরানোর কথা থাকলেও সেটি তখন সেভাবে কার্যকর হয়নি। গতকাল নতুন একটি বিবৃতিতে আবারও নীল টিকচিহ্ন সরিয়ে নেওয়ার কথা জানায় টুইটার।
অবশ্য কোনো সংস্থার জন্য সাবস্ক্রিপশন ফির পরিমাণ আরও বেশি—প্রতি আইডিতে ১ হাজার ডলার। টুইটারকে মাসে এ পরিমাণ অর্থ দিলে নামের পাশে দেওয়া হবে ‘গোল্ড টিকচিহ্ন’।
আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও যেমন তাদের টিকচিহ্ন হারিয়ে ফেলেছে। আবার নিউইয়র্ক টাইমস বলছে, টুইটারের কোনো কোনো ব্যবহারকারীর অভিযোগ—তাদের আইডিতে নামের পাশের নীল টিকচিহ্ন একবার মুছে যাচ্ছে, আবার ফিরে আসছে।
অবশ্য ৮ ডলার করে সাবস্ক্রিপশন ফি দিলেই নামের পাশে নীল টিকচিহ্ন দেওয়ার বিরোধিতা করেছেন অনেকেই। তাঁদের মতে, এতে করে ছদ্মবেশী আইডির সংখ্যা অনেক বাড়বে। ফলে গ্রহণযোগ্যতাও হারাবে সেটি।