২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দ্বিতীয় ম্যাচের আগে আলোচনায় বাঁহাতি স্পিন

এ সিরিজেই তাইজুল ইসলাম বা নাসুম আহমেদকে দলে দেখা যাবে, মনে করছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথশামসুল হক

তিন দিনের মধ্যে দুটি ৫০ ওভারের ম্যাচ খেলাটা যে শারীরিক দিক দিয়ে চ্যালেঞ্জের, সেটি আলাদা করে না বললেও চলে। তার ওপর প্রথম ম্যাচেই চোটে পড়েছেন চারজন। মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামের দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও লিটন দাসের সিরিজ শেষ। আজ জানা গেছে অ্যাঙ্কেলের চোটে ভুগছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও। তাঁর খেলাও অনিশ্চিত কাল।

হারারেতে আজ অনুশীলন করেনি বাংলাদেশ, দল সময় কাটিয়েছে টিম হোটেলেই। সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের দেওয়া এক ভিডিও বার্তায় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কথা বললেন টিম হোটেলের চত্বরেই। আগের ম্যাচ নিয়ে হতাশার সঙ্গে ঘুরে দাঁড়ানোর আশার কথা শোনালেন তিনি, সঙ্গে এল দলে বাঁহাতি স্পিনারের উপস্থিতির কথাও।

আরও পড়ুন

প্রথম ম্যাচে চারজন স্বীকৃত বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ—তিনজন পেসারের সঙ্গে ছিলেন একজন পেসার। পঞ্চম বোলার হিসেবে যাঁরা ছিলেন, তাঁরাও সবাই অফ স্পিনার। তবে ম্যাচ বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন দুজন ডানহাতি জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। কাল ম্যাচ শেষেই দলে বাঁহাতি স্পিনারের না থাকা নিয়ে প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেছিলেন, ‘এখন অবশ্যই চিন্তা করলে মনে হয় (দলে বাঁহাতি স্পিনার থাকলে ভালো হতো)। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিকে ভুল বলব না। কারণ, যদি আগে বোলিং করতাম। তাহলে ভিন্ন হতো। পরের ম্যাচের আগে কম্বিনেশন কী হবে, সেটি ভাবতে হবে।’

বাংলাদেশ দলে আছেন দুজন বাঁহাতি স্পিনার—তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ
শামসুল হক

বাংলাদেশ দলে আছেন দুজন বাঁহাতি স্পিনার—তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। আজ স্থানীয় সময় বিকেল ৪টায় হওয়ার কথা টিম মিটিং। সেখানে এ প্রসঙ্গে আলোচনা উঠলে হয়তো এগিয়ে থাকবেন তাইজুলই। সর্বশেষ যে ওয়ানডে খেলেছিলেন, তাতে তাইজুল ৫ উইকেট নিয়েছিলেন ২৮ রানে। নাসুমও সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ওই ম্যাচেই, ৩৯ রানে নিয়েছিলেন ২ উইকেট।

আরও পড়ুন

গায়ানার সঙ্গে হারারের কন্ডিশন আলাদা হলেও বাঁহাতি স্পিন বোলিং আক্রমণে বৈচিত্র্য যোগ করবে, সেটি নিশ্চিতই। হেরাথও মোটামুটি নিশ্চিত, এ সিরিজেই তাইজুল বা নাসুমের একজনকে দলে দেখা যাবে। সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে দলে স্পিনারদের চাই আমি। তবে প্রতিপক্ষ, দলের কম্বিনেশনের কথাও ভাবতে হবে। তবে আমি নিশ্চিত তাইজুল বা নাসুম ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবে এবং ভালোও করবে।’

দল হিসেবেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আত্মবিশ্বাসী হেরাথ, ‘খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি। তবে ব্যাপারটা (হলো), কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।’

আরও পড়ুন