জামালদের ভালো খেলার তৃপ্তির সঙ্গে মোরছালিন-আবিষ্কার

শেষ হওয়ার পথে আরেকটি বছর—২০২৩। ক্রীড়াঙ্গনে কেমন গেল বিদায়ী বছরটা? পেছন ফিরে তাকালে উঠে আসে হাসি–কান্না আর প্রাপ্তি–অপ্রাপ্তির কত উপখ্যান! ধারাবাহিক এ বর্ষপরিক্রমায় আজ থাকছে বাংলাদেশের ফুটবল।

কখনো মেয়েদের মিয়ানমারে না পাঠিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনায় বিদ্ধ বাফুফে। কখনো সাফজয়ী মেয়েদের দলে ভাঙন। কখনো দুর্নীতি-কাণ্ডে ফিফার নিষেধাজ্ঞায় বাফুফের সাধারণ সম্পাদক। কখনো পাঁচ ফুটবলারের মদ-কাণ্ডের লজ্জা। বছরব্যাপী নানা নেতিবাচক খবরের ভিড়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনাল খেলার ইতিবাচক খবর। নতুন প্রতিভা হিসেবে উঠে এসেছেন শেখ মোরছালিন। তাঁর গোলেই শক্তিশালী লেবাননের সঙ্গে ‘জয়ের সমান ড্র’ দিয়ে বছর শেষ করেছে বাংলাদেশ। মাঠ আর মাঠের বাইরেও আলোচিত এক বছর কেটেছে দেশের ফুটবল।
দুই বছরের জন্য আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা
বাফুফে

বাফুফের সোহাগ-কাণ্ড

১৪ এপ্রিল রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বাংলাদেশের ফুটবল। বাফুফের কেনাকাটায় নানা অনিয়মের ফিরিস্তি দিয়ে ফিফার ৫২ পাতার প্রতিবেদন তোলপাড় তোলে প্রতিষ্ঠানটির ভেতর-বাইরে। দুর্নীতির অভিযোগে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করে ফিফা। বাফুফে তড়িঘড়ি আজীবন নিষিদ্ধ করে সোহাগকে। বাংলাদেশের ফুটবলে অতীতে কখনো এমন শাস্তির ঘটনা ঘটেনি।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বাফুফেতে ঢুকতে গেলে তাঁদের বাবার জুতা পরা ছবি দেখাতে হবে বলে কটাক্ষ করেন। সালাউদ্দিনের এমন মন্তব্যে সাংবাদিক সমাজ ফুঁসে ওঠে।

প্রতিষ্ঠান হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে বাফুফে। গ্যাঁড়াকলে পড়ে তদন্ত কমিটি করে তারা। কচ্ছপগতির সেই তদন্ত শেষে কমিটি ছয় পাতার প্রতিবেদন দেয় জুলাইয়ের শেষ দিকে। এতে বাফুফের ম্যানেজার অপারেশনস মিজানুর রহমান, সহকারী প্রধান অর্থ কর্মকর্তা অনুপম সরকার ও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেনের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল। আবু ও মিজান বাফুফের চাকরি ছেড়ে চলে যান প্রতিবেদন জমা পড়ার আগেই। এ ছাড়া বাফুফের তৃণমূল ম্যানেজার হাসান মাহমুদ ও ম্যানেজার কমপিটিশনস জাবের বিন তাহের আনসারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, বলেছে কমিটি। কিন্তু বাফুফে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তদন্ত চলাকালে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বাফুফেতে ঢুকতে গেলে তাঁদের বাবার জুতা পরা ছবি দেখাতে হবে বলে কটাক্ষ করেন। সালাউদ্দিনের এমন মন্তব্যে সাংবাদিক সমাজ ফুঁসে ওঠে।

ফুটবলই আর খেলবেন না জানিয়ে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সাফজয়ী দলের সদস্য সিরাত জাহান, আঁখি খাতুন। ৩০ মে বাফুফের চাকরি ছেড়েছেন নারী দলের সাফল্যের নেপথ্য নায়ক দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী
প্রথম আলো

মেয়েদের ফুটবলে ঝঞ্ঝা

আগের বছর সেপ্টেম্বরে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ছয় মাস পরই মার্চে আর্থিক সংকটের কারণ দেখিয়ে অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে পাঠায়নি বাফুফে! যা নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত বাফুফের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন। এরপর মে মাসে ভাঙন ধরে সাফজয়ী দলে। ক্যাম্প থেকে বাদ পড়ে সাফজয়ী দলের সদস্য আনুচিং মগিনি ও সাজেদা খাতুন ফুটবলকেই বিদায় জানান। ফুটবলই আর খেলবেন না জানিয়ে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সাফজয়ী দলের সদস্য সিরাত জাহান, আঁখি খাতুন। ৩০ মে বাফুফের চাকরি ছেড়েছেন নারী দলের সাফল্যের নেপথ্য নায়ক দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী।

সাফ জেতার পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার হাহাকারের মধ্যে এ বছর জুনে নেপালের সঙ্গে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলেন সাবিনা খাতুনরা। সেই দুটি ম্যাচে দলের সঙ্গে যুক্ত হননি এর আগে মেয়েদের কোচিং করানো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উল্টো ১৫ জুলাই বাফুফের চাকরি ছাড়েন তিনি। এরপর বেতন বাড়ানোর দাবিতে মেয়েরা খানিকটা বিদ্রোহও করে বসেন। শেষে শীর্ষ ফুটবলারদের মাসিক বেতন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে মেয়েদের ক্ষোভ সামাল দিয়েছে বাফুফে।

মাঠের বাইরে নানা কাণ্ডে জেরবার দেশের ফুটবলে স্বস্তির বৃষ্টি এনেছে জুনে ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে লেবানন ও সেমিফাইনালে কুয়েতের কাছে হারলেও লড়াই করেছেন ফুটবলাররা। মালদ্বীপ ও ভুটানের সঙ্গে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দাপুটে জয়।
বাফুফে

নজর ঘুরিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ

জাতীয় দলের বছরটা শুরু হয়েছিল সেশেলসের মতো অপেশাদার দলের সঙ্গে মার্চে সিলেটে দুই ম্যাচের প্রীতি সিরিজ ড্র দিয়ে। তারিক কাজীর গোলে প্রথম ম্যাচ কোনোমতে জিতলেও দ্বিতীয় ম্যাচে হার। মাঠের সেই ব্যর্থতার সঙ্গে মাঠের বাইরে নানা কাণ্ডে জেরবার দেশের ফুটবলে স্বস্তির বৃষ্টি এনেছে জুনে ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপ। দারুণ ফুটবল খেলে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সাফ থেকেই প্রথাগত স্ট্রাইকার ছাড়া দল গড়েন কোচ হাভিয়ের কাবরেরা। খেলায় বদল আসে। গ্রুপ পর্বে লেবানন ও সেমিফাইনালে কুয়েতের কাছে হারলেও লড়াই করেছেন ফুটবলাররা। মালদ্বীপ ও ভুটানের সঙ্গে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দাপুটে জয়।

সাফের পর আফগানিস্তানের সঙ্গে ঢাকায় দুটি প্রীতি ম্যাচই ড্র করেছে বাংলাদেশ। এরপর ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম রাউন্ড পেরোনোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জামাল ভূঁইয়ারা। মালদ্বীপের সঙ্গে মালেতে ড্র, ঢাকায় জিতে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়া বছরের সেরা ঘটনা। যদিও বিশ্বকাপ বাছাইয়ে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারটা বেশ বড়ই, তবে সেটা ভুলিয়ে দিচ্ছে মালদ্বীপকে এ বছর দুবার হারানোর আনন্দ।

শেখ মোরছালিনকে দেশের ফুটবল বোদ্ধাদের অনেকেই মানছেন ভবিষ্যতের তারকা হিসেবে
শামসুল হক

বছরের সেরা প্রাপ্তি মোরছালিন

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নজর কাড়েন ১৮ বছরের তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন। অনেক বছর পর একজন তরুণ ফুটবলার এসেছেন দেশের ফুটবলে, যিনি লম্বা সময় জাতীয় দলে খেলার সামর্থ্য রাখেন। মোরছালিনের মধ্যে অনেকেই নব্বই দশকের প্লেমেকার আরমান মিয়ার ছায়া দেখেন। দ্রুতই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ফরিদপুর থেকে উঠে আসা তরুণ। এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে ৯ ম্যাচে ৪টি গোল করে ফেলেছেন মোরছালিন। বছরের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে তাঁর গোলটি ছিল বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে। মোরছালিন এমন গোল করতে অভ্যস্ত হয়ে উঠেছেন।

সেই মোরছালিন ভিন্ন কারণেও খবর হয়েছেন। সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালে থেকে ফেরার পথে ঢাকার বিমানবন্দরে ৬৪ বোতল মদ পাওয়া যায় মোরছালিন, তপু বর্মণ, আনিসুর রহমানসহ পাঁচ ফুটবলারের কাছে। ওই পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করে কিংস। জাতীয় দল থেকে বাদ পড়েন মোরছালিন, তপু ও আনিসুর। পরে অবশ্য তাঁদের শাস্তি প্রত্যাহার হয়েছে। মোরছালিন ফিরেছেন জাতীয় দলে।

নেপালকে হারাতে পারেননি মেয়েরা

সাফ শিরোপাজয়ী মেয়েরা ২০২২ সালে ৭ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছে, অন্য ম্যাচটি ড্র। কিন্তু এ বছর জয়ের সংখ্যা অনেক কম। ৭ ম্যাচে পাওয়া দুটি জয়ই বছরের শেষে ঘরের মাঠে সিঙ্গাপুরকে ৩-০ ও ৮-০ গোলে হারিয়ে। এশিয়ান গেমসে সাবেক বিশ্বসেরা জাপানের কাছে ৮-০, ভিয়েতনামের কাছে ৬-১ গোলে সাবিনাদের হার স্বাভাবিকই। তবে নেপালের সঙ্গে তিনটি ম্যাচেই ড্র মেয়েদের ব্যর্থতা। সাফের ফাইনালে ৩-১ গোলে হারানো নেপালের সঙ্গে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ ও চীনে এশিয়ান গেমসে ড্র করে মেয়েরা খুশি হতে পারেননি।

ভুটানে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে খেলেছে বাংলাদেশ। নেপালে অনূর্ধ্ব-১৯ সাফে নেপালে ফাইনালে যেতে পারেনি। থাইল্যান্ডে অনূর্ধ্ব-২৩ দল এশিয়ান কাপের বাছাইয়ে হেরেছে তিন ম্যাচই। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল চীনের সঙ্গে দারুণ ড্র করেছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে লড়াই করে হেরেছে ১-০ গোলে। বছরজুড়ে নানা বিতর্কের মধ্যেও এই ম্যাচগুলো বাংলাদেশের ফুটবলে দেখিয়েছে নতুন আশা।
ফেব্রুয়ারিতে ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফে নেপালকে ফাইনালে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
প্রথম আলো

বয়সভিত্তিকে মিশ্র ফল

ফেব্রুয়ারিতে ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফে নেপালকে ফাইনালে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার। পরের মাসেই ঢাকায় অনূর্ধ্ব-১৭ নারী সাফে বাংলাদেশ হয়েছে রানার্সআপ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অতিথি দল রাশিয়া। এপ্রিলে সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৭ এএফসি কাপে তাজিকিস্তান ও সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে বাংলাদেশ। কিন্তু ভিয়েতনামে দ্বিতীয় রাউন্ডটা ভালো যায়নি। অনূর্ধ্ব ১৬ বিভাগে এর আগে দুবার বাংলাদেশ চূড়ান্ত পর্ব খেলেছে। সেই প্রতিযোগিতা এবার হয়েছে অনূর্ধ্ব-১৭। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ দল অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করেছিল। এবার অনূর্ধ্ব-১৭ বিভাগে অস্ট্রেলিয়ার কাছেই ৪ গোলে হার। ভিয়েতনামের সঙ্গে অনূর্ধ্ব-১৬ দল ২-০ গোলে জিতেছিল, এবার অনূর্ধ্ব-১৭ দল ২-০ গোলে হেরেছে।

ভুটানে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে খেলেছে বাংলাদেশ। নেপালে অনূর্ধ্ব-১৯ সাফে নেপালে ফাইনালে যেতে পারেনি। থাইল্যান্ডে অনূর্ধ্ব-২৩ দল এশিয়ান কাপের বাছাইয়ে হেরেছে তিন ম্যাচই। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল চীনের সঙ্গে দারুণ ড্র করেছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে লড়াই করে হেরেছে ১-০ গোলে। বছরজুড়ে নানা বিতর্কের মধ্যেও এই ম্যাচগুলো বাংলাদেশের ফুটবলে দেখিয়েছে নতুন আশা। তরুণ খেলোয়াড়দের খেলার সুযোগ দিতে এ বছরই একাডেমির ১০ ফুটবলারকে নিলামে তুলেছে বাফুফে।