মাকে মনে পড়ে রশিদ খানের

মায়ের কবরের পাশে রশিদ খান। উদ্‌যাপনের আনন্দে হামজা চৌধুরী। ইয়ুর্গেন ক্লপকে ধন্যবাদ দিলেন ফন ডাইক। ভোট দিলেন শচীন টেন্ডুলকার আর স্ত্রী সন্তানদের নিয়ে লাওতারো মার্তিনেজের শিরোপা উদ্‌যাপন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৬
সম্প্রতি রোম ওপেনের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই ইগা সিওনতেক। এই ছবিতে শিরোপা জেতায় যাঁরা সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পোলিশ টেনিস তারকা
ইনস্টাগ্রাম
২ / ৬
বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর দিন উদ্‌যাপন করছি।’
ইনস্টাগ্রাম
৩ / ৬
স্ত্রী–সন্তানদের নিয়ে সিরি ‘আ’ শিরোপা জয় উদ্‌যাপন করছেন ইন্টার মিলান তারকা লাওতারো মার্তিনেজ
ইনস্টাগ্রাম
৪ / ৬
‘আমার জন্য, আমার পরিবারের জন্য এবং এই ফুটবল ক্লাবের জন্য যা করেছ, সবকিছুর ধন্যবাদ। আমাদের জন্য তুমি কী, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’ এভাবেই সদ্য বিদায়ী কোচকে ধন্যবাদ জ্ঞাপন করলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক
ইনস্টাগ্রাম
৫ / ৬
ভারতের লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার পর ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সঙ্গে আছেন ছেলে অর্জুন টেন্ডুলকারও
এএফপি
৬ / ৬
মাকে স্মরণ করে মায়ের কবরের পাশে গিয়ে এভাবেই বসে ছিলেন রশিদ খান। ক্যাপশনে লিখেছেন, ‘মা তোমাকে মিস করি।’
ইনস্টাগ্রাম