২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জরিমানার পর বাদ দেওয়ার হুমকি নাওমি ওসাকাকে

নাওমি ওসাকা।ছবি: রয়টার্স

বিশ্বের ২ নম্বর মহিলা টেনিস তারকা নাওমি ওসাকা ফ্রেঞ্চ ওপেনের শুরুটা ফেবারিটের মতোই করেছেন। জাপানের এই টেনিস তারকা গতকাল প্রথম রাউন্ডে রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন। আগেই বলেছেন এবার নিজেকে মানসিক চাপমুক্ত রাখতে সংবাদ সম্মেলন করবেন না। কাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে তাই সমালোচনার মুখে পড়েছেন।

টুর্নামেন্ট আয়োজক কমিটি এ কারণে ওসাকাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে এবং ভবিষ্যতে একই কাজ করলে তাঁকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে।

নাওমি ওসাকা।
ছবি: রয়টার্স

এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার চুক্তির শর্তে উল্লেখ থাকা দায়িত্বের মধ্যে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা উল্লেখ আছে। সে দায়িত্ব মেনে চলতে রাজি না হওয়ায় ওসাকাকে জরিমানা করা হয়েছে। এটাও জানিয়েছে, সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বে অবহেলা করা অব্যাহত রাখলে প্রতিযোগিতা থেকে তাঁকে বহিষ্কার করা হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ফ্রেঞ্চ ওপেনের আয়োজকেরা ওসাকাকে নিজ অবস্থান থেকে সরে আসার অনুরোধ করেছেন। এ ছাড়া বলা হয়েছে, এভাবে সংবাদ সম্মেলন না করলে বড় ধরনের তদন্তের মুখোমুখি হতে হবে। এর ফলে ভবিষ্যতে অন্য গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকেও বাদ দেওয়ার মতো শাস্তি জুটতে পারে ওসাকার।

নাওমি ওসাকা।
ছবি: রয়টার্স

ওসাকা অবশ্য ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন মানসিক সুস্থতা বজায় রাখার স্বার্থে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন না। কারণ, হিসেবে সাংবাদিকদের ত্রুটি খুঁজে বের করার মনোভাবের দিকে ইঙ্গিত করে বলেন, সংবাদ সম্মেলনে যেসব প্রশ্ন সাংবাদিকেরা করেন, সেগুলো অনেকটা হচ্ছে যেন, ‘ইতিমধ্যে মাটিতে পড়ে যাওয়া কাউকে লাথি মারা।’ ফলে সে রকম প্রশ্ন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার পথ বেছে নিতে চেয়েছেন।
ওসাকার জরিমানার খবরের পর থেকে অনেক তারকাকে তাঁর পক্ষে-বিপক্ষে দাঁড়াতে দেখা যায়। পুরুষদের টেনিসে জাপানের ১ নম্বর তারকা খেলোয়াড় কেই নিশিকোরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেছেন যে সাক্ষাৎকার এড়িয়ে যাওয়াকে আদর্শ হিসেবে দেখা না গেলেও ওসাকার পরিস্থিতি অনুধাবন করতে পারছেন।

নাওমি ওসাকা।
ছবি: রয়টার্স

নিশিকোরি ‘ধরি মাছ, না ছুঁই পানি’র অবস্থান গ্রহণ করলেও অনেকেই রাখঢাক না করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। সাবেক টেনিস তারকা জিনা গ্যারিসন ওসাকার সমর্থনে বক্তব্য রাখলেও পুরুষদের টেনিসের ১ নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচসহ আরও কয়েকজন উল্লেখ করেছেন খেলা শেষ হওয়ার পরের সংবাদ সম্মেলন বিরক্তিকর হলেও এটা কাজের একটি অংশ।

হাইতিয়ান পিতা এবং জাপানি মায়ের সন্তান ২৩ বছর বয়সী নাওমি ওসাকা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে ফ্রেঞ্চ ওপেনে এখন পর্যন্ত তৃতীয় রাউন্ডের ওপরে যেতে পারেননি।