ছবিতে নাদালের বর্ণাঢ্য ক্যারিয়ার

নভেম্বরে পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন রাফায়েল নাদাল। ৩৮ বছর বয়সী এই স্প্যানিশ কিংবদন্তি বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন ১৪টি ফ্রেঞ্চ ওপেনসহ ২২টি গ্র্যান্ড স্লাম। জন্ম দিয়েছেন টেনিস-দুনিয়ার স্মরণীয় নানা মুহূর্তের। নাদালের অবসর ঘোষণার দিনে দেখুন তাঁর ক্যারিয়ারের নানা সময়ের ছবি—

১ / ১৫
২০০৭ সালের ২০ নভেম্বর মালয়েশিয়ার স্বাধীনতা ও ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুরে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন নাদাল। সে ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন ফরাসি তারকা রিচার্ড গাসকেট (ডানে)
ফাইল ছবি: এএফপি
২ / ১৫
২০০৮ বেইজিং অলিম্পিকে ছেলেদের এককের সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারানোর পর
ফাইল ছবি: এএফপি
৩ / ১৫
এই ছবিটি ২০০৯ সালের ১৯ এপ্রিলের। মোনাকোয় মন্টে-কার্লো এটিপি মাস্টার্স সিরিজ টুর্নামেন্টের ফাইনালের পর ট্রফি হাতে পোজ নাদাল-জোকোভিচের
ফাইল ছবি: এএফপি
৪ / ১৫
ব্যান্ড বাঁধার মুহূর্ত। ছবিটি ২০২২ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে তোলা, যে ম্যাচে নাদালের প্রতিপক্ষ ছিলেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ
ফাইল ছবি: এএফপি
৫ / ১৫
বাঁ হাতের সেই চেনা সার্ভ। ছবিটি ২০১৮ উইম্বলডনের তৃতীয় রাউন্ডে
ফাইল ছবি: এএফপি
৬ / ১৫
উইম্বলডনের এই ট্রফিটা কামড়েই ‘স্বাদ’ নিতে চাইলেন নাদাল। এটি যে রজার ফেদেরারকে হারিয়ে পাওয়া। আবার উইম্বলডনে প্রথম। ২০০৮ উইম্বলডন ফাইনালের পর তোলা
ফাইল ছবি: এএফপি
৭ / ১৫
এক ছবিতে রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে তোলার মুহূর্ত। ওপরে বাঁ থেকে নিচের ডান পর্যন্ত যথাক্রমে ২০০৫ ফ্রেঞ্চ ওপেন, ২০০৬ ফ্রেঞ্চ ওপেন, ২০০৭ ফ্রেঞ্চ ওপেন, ২০০৮ ফ্রেঞ্চ ওপেন, ২০০৮ উইম্বলডন, ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন, ২০১০ ফ্রেঞ্চ ওপেন, ২০১০ উইম্বলডন, ২০১০ ইউএস ওপেন, ২০১১ ফ্রেঞ্চ ওপেন, ২০১২ ফ্রেঞ্চ ওপেন, ২০১৩ ফ্রেঞ্চ ওপেন, ২০১৩ ইউএস ওপেন, ২০১৪ ফ্রেঞ্চ ওপেন, ২০১৭ ফ্রেঞ্চ ওপেন, ২০১৭ ইউএস ওপেন, ২০১৮ ফ্রেঞ্চ ওপেন, ২০১৯ ফ্রেঞ্চ ওপেন, ২০১৯ ইউএস ওপেন, ২০২০ ফ্রেঞ্চ ওপেন, ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০২২ ফ্রেঞ্চ ওপেন
ফাইল ছবি: এএফপি
৮ / ১৫
২০২৪ প্যারিস অলিম্পিকে দ্বৈতের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর
ফাইল ছবি: এএফপি
৯ / ১৫
এই ছবিটি ২০২৪ সালের ২৫ এপ্রিল মাদ্রিদে তোলা। মাদ্রিদ ওপেনে কোর্টে ঢোকার পর
ফাইল ছবি: এএফপি
১০ / ১৫
২০১৯ ইউএস ওপেনের ফাইনাল খেলতে নেমেছেন বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে।
ফাইল ছবি: এএফপি
১১ / ১৫
নাদালের বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৫ ফ্রেঞ্চ ওপেন জিতে। ৫ জুন রোলাঁ গারোর ফাইনালে আর্জেন্টিনার মারিয়ানো পুয়ের্তোকে হারানোর পর নাদালের হাতে ট্রফি তুলে দেন ফ্রান্সের ফুটবল তারকা জিনেদিন জিদান
ফাইল ছবি: এএফপি
১২ / ১৫
২০০৭ সালে আইফেল টাওয়ারের সামনে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে নাদাল। সে বছর টানা তৃতীয় ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি
ফাইল ছবি: এএফপি
১৩ / ১৫
এক ফ্রেমে টেনিসের দুই কিংবদন্তি। ছবিটি ২০০৫ ফ্রেঞ্চ ওপেনে তোলা। পরবর্তী পাঁচ বছর ছেলেদের টেনিসে ঘুরেফিরে এক-দুইয়ে ছিলেন রজার ফেদেরার-রাফায়েল নাদালই
ফাইল ছবি: এএফপি
১৪ / ১৫
২০০৬ সালের রাফায়েল নাদাল। ছবিটি ২৯ জুন উইম্বলডনে
ফাইল ছবি: এএফপি
১৫ / ১৫
এই ছবিটি ২০২৪ প্যারিস অলিম্পিকের। ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অলিম্পিক মশাল নিয়ে আসেন নাদাল
ফাইল ছবি: এএফপি