ফেদেরারের এ দিনটা আসুক, চাননি নাদাল
রজার ফেদেরার ও রাফায়েল নাদাল—কোর্টে তাঁরা প্রতিদ্বন্দ্বী। এর বাইরে পরিচয়, দুজন বন্ধু। সেই বন্ধুর বিদায়টা তাই সহজে মেনে নিতে পারছেন না নাদাল। তাঁর মনে হচ্ছে, এ দিনটা যদি না আসত!
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী টেনিস কিংবদন্তি। ফেদেরারের উদ্দেশে দেওয়া এক বার্তায় এরপর নাদাল লিখেছেন, ‘প্রিয় রজার, আমার বন্ধু ও প্রতিদ্বন্দ্বী। এ দিনটা যদি কখনো না আসত…ব্যক্তিগতভাবে আমার জন্য এবং বিশ্বজুড়ে থাকা এই খেলার মানুষদের জন্য আজ বেদনার দিন। যখন আমাদের কথা হয়েছিল, তখনো বলেছিলাম, এখনো বলছি। এতগুলো বছর তোমার সঙ্গে কাটানো, কোর্টে এবং কোর্টের বাইরে অসংখ্য অসাধারণ মুহূর্ত কাটানো আমার জন্য শুধু আনন্দের নয়, সম্মানেরও।’
টেনিসকে বিদায় বললেও তাঁদের বন্ধুত্ব থাকবে, মনে করিয়ে দিয়েছেন নাদাল, ‘ভবিষ্যতে আরও অনেক মুহূর্ত একসঙ্গে কাটাব আমরা। এখনো অনেক কিছু করার বাকি, আমরা জানি।’
ভবিষ্যতের দিকে তাকালেও আপাতত বন্ধুকে শুভকামনাই জানিয়েছেন ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা, ‘এখন স্ত্রী মিরকা, সন্তান ও পরিবারের সঙ্গে সুখে থাকো, এই কামনা করি। উপভোগ করো আগত দিনগুলো। লন্ডনে লেভার কাপে দেখা হবে।’
এই লেভার কাপ দিয়েই পেশাদার ক্যারিয়ার শেষ হবে ফেদেরারের, যেখানে একই দলে তিনি খেলবেন নাদাল ও আরেক প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের সঙ্গে।
মুশফিকের নায়ক, শচীনের ‘অভ্যাস’
ফেদেরারের বিদায় শুধু টেনিস জগৎকে নয়, ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকেই। বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘বিদায়, আমার নায়ক। কতটা অসাধারণ ক্রীড়াব্যক্তিত্ব ছিলেন তিনি। সত্যিকারের ভদ্রলোক, আমাদের সবার জন্য দারুণ একজন আদর্শ। আপনাকে অনেক মিস করব। অবসর উপভোগ করুন।’
আর টেনিসের বড় ভক্ত শচীন টেন্ডুলকার ফেদেরারকে শ্রদ্ধা জানিয়েছেন এভাবে, ‘রজার ফেদেরার, কী একটা ক্যারিয়ার! আমরা তোমার ব্র্যান্ডের টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাস হয়ে গেল। আর অভ্যাস তো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়!’
ফেদেরারের অবসরের ঘোষণার পর কার্লোস আলকারাজ শুরুতে খুব বেশি কিছু লিখতে পারেননি, শুধু নামের সঙ্গে একটা হৃদয়ভঙ্গের ইমোজি জুড়ে দিয়েছিলেন। কদিন আগে ইউএস ওপেনে ইতিহাস গড়ে আলকারাজ ঘণ্টাখানেক পর ফেদেরারের সঙ্গে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার আদর্শদের মধ্যে একজন, প্রেরণার উৎসদের একজন হয়ে থেকেছেন রজার। আমাদের খেলার জন্য যা কিছু করেছেন, সেসবের জন্য আপনাকে ধন্যবাদ। এখনো আপনার সঙ্গে খেলতে চাই আমি। সামনে যা–ই ঘটুক না কেন, আপনার জন্য বিশ্বের সব শুভকামনা!’
ভারতের ক্রিকেটার দীনেশ কার্তিক শুধু কুর্নিশ জানিয়েছেন ফেদেরারকে। আর ১২ বারের গ্র্যান্ড স্লামজয়ী বিলি জিন কিং ফেদেরারকে বলেছেন ‘চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন’, ‘তার প্রজন্মের সবচেয়ে সম্পন্ন খেলা ছিল তার।’
ফর্মুলা ওয়ানের ব্রিটিশ ড্রাইভার জর্জ রাসেল টুইট করেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রজার। কোর্টে আপনার খেলা দেখাটা সম্মানের ছিল। অবসর উপভোগ করুন। ভবিষ্যতে আরও কিছু ফর্মুলা ওয়ান রেসে আপনাকে দেখার অপেক্ষায় রইলাম।’