ফ্রেঞ্চ ওপেনের গ্যালারিতে এমবাপ্পে–ইব্রারা

প্যারিসের রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছেন নোভাক জোকোভিচ-ক্যাসপার রুদ। বছরের অন্যতম শীর্ষ টেনিস লড়াইটি দেখতে ফিলিপে সাতরিয়ের কোর্টের গ্যালারিতে হাজির হয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এর মধ্যে ফুটবলার যেমন আছেন, আছেন হলিউড তারকাও। যে কারণে রোলাঁ গারো আজ শুধু লালচে কোর্টেই রঙিন নয়, গ্যালারিতেও তারার আলোয় আলোকিত। দেখুন ছবিতে—
১ / ৭
বেশ মনোযোগ দিয়েই খেলা দেখছেন কিলিয়ান এমবাপ্পে আর ইব্রাহিমোভিচ। দুই মৌসুমের মধ্যবর্তী সময় বলে এমবাপ্পের মাঠের ব্যস্ততা নেই। আর ইব্রা তো গত সপ্তাহে ফুটবল থেকেই অবসর নিয়েছেন।
রয়টার্স
২ / ৭
তিনি অভিনেতা। ‘ফোর ওয়েডিংস এন্ড ফেনারেল’ ছবির জন্য বাফটা ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছেন। নাম তাঁর হিউ গ্রান্ট। ব্রিটিশ এই অভিনেতা অল্প বয়সে রাগবি খেলতেন, ফুটবল মাঠেও প্রায়ই থাকেন। তবে টেনিসের প্রতি আগ্রহও যে কম নয়, সেটি তো বোঝাই যাচ্ছে।
৩ / ৭
ডান দিক থেকে প্রথমজনের এখানে থাকারই কথা। তিনি নোভাক জোকোভিচের স্ত্রী জেলেনা জোকোভিচ। তাঁর ডান পাশে হাততালি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টম ব্রাডি
রয়টার্স
৪ / ৭
ফুটবল থেকে ছুটি। টেনিস দেখতে গ্যালারিতে হাজির অলিভিয়ের জিরু, থিও এরনান্দেজ আর বেঞ্জামিন পাভাররাও
টুইটার থেকে
৫ / ৭
জোকোভিচকে সমর্থন দিতে গ্যালারিতে আছেন তাঁর বাবা সরদান জোকোভিচ এবং মা দিয়ানা জোকোভিচ।
এএফপি
৬ / ৭
বেশ আয়েশ করে খেলা দেখছেন ফরাসি নৃত্যশিল্পী শার্লট র‍্যানসন (বাঁয়ে) ও ফরাসি অভিনেতা পিও মারমায
এএফপি
৭ / ৭
কী দেখে যেন হেসেই উঠলেন এমবাপ্পে–ইব্রাহিমোভিচ। এমবাপ্পে যে বছর পিএসজিতে যোগ দেন, তার আগের বছর ফ্রান্সের ক্লাবটি ছেড়ে যান ইব্রা। দুজনের বয়সের ব্যবধানও প্রায় দেড় যুগের। তবু বন্ধুত্বটা যেন দৃঢ়ই।
রয়টার্স