চোট নিয়েই চতুর্থ রাউন্ডে জোকোভিচ, মারের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠার পর নোভাক জোকোভিচছবি: রয়টার্স

‘আমি উদ্বিগ্ন। উদ্বিগ্ন হওয়ার মতো কারণও আছে।’

কথাটা নোভাক জোকোভিচের। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড জয়ের পর বলতে বাধ্য হয়েছিলেন ২১ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা সার্বিয়ান মহাতারকা সেদিন আরও বলেছিলেন চোট নিয়েই খেলবেন তিনি, ‘দুটি বিকল্প ছিল; চলে যাওয়া কিংবা চালিয়ে যাওয়া। আমি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সেই জোকোভিচ আজ সহজ জয় পেয়েই উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের ১০ম শিরোপার সঙ্গে দূরত্ব কমল পুরুষ টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড়ের।

চতুর্থ বাছাই জোকোভিচ আজ প্রিয় রড লেভার অ্যারেনায় তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়েছেন ৭-৬ (৯/৭), ৬-৩, ৬-৪ গেমে। এই নিয়ে ১৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন গত বছর টিকা-কাণ্ডে মেলবোর্নে খেলতে না পারা ৩৫ বছর বয়সী তারকা। চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর।

তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে
ছবি: রয়টার্স

জোকোভিচের জয়ের দিনে হেরে গেছেন টেনিসের এক সময়ের ‘বড় চারের’ একজন অ্যান্ডি মারে। স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত ব্রিটিশ তারকাকে হারিয়েছেন ৬-১, ৬-৭ (৭/৯), ৬-৩, ৬-৪ গেমে।

এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড একক জয়ের রেকর্ডে রাফায়েল নাদালের পাশে বসার সুযোগ জোকোভিচের। রেকর্ড ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী ও শীর্ষ বাছাই স্প্যানিশ মহাতারকার নাদাল বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় বাছাই কাসপার রুড ও গত দুবারের রানার্সআপ দানিল মেদভেদেভও বিদায় নিয়েছেন। টেনিসের ‘ভবিষ্যৎ’ কার্লোস আলকারাজ তো চোটের কাছে হেরে যেতেই পারেননি মেলবোর্নে।

মেডিকেল টাইমআউট নিতে হয়েছিল নোভাক জোকোভিচকে
ছবি: রয়টার্স

আজ অবশ্য শুরুটা ভালো ছিল না জোকোভিচের। প্রথম সেটে নড়াচড়া করতেই কষ্ট হচ্ছিল তাঁর। ৫-৩ গেমে এগিয়ে থাকা অবস্থায় তিনটি সেট পয়েন্ট হারানো জোকোভিচ পরে সেটটি জিতেছে রুদ্ধশ্বাস এক টাইব্রেকারে। এরপর মেডিকেল টাইমআউটও নিতে হয়েছে তাঁকে। সেই বিরতির পর অবশ্য চেনা রূপেই ফিরেছেন জোকোভিচ।

আরও পড়ুন