আবারও চোটে নাদাল, খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনে

শুক্রবার ব্রিসবেন ইন্টারন্যাশনালের কোয়ার্টার ফাইনাল খেলার সময় নতুন করে চোটে পড়েছেন রাফায়েল নাদালরয়টার্স

প্রায় এক বছর পর চোট কাটিয়ে গত সপ্তাহেই কোর্টে ফিরেছিলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে প্রথম দুই ম্যাচ সরাসরি সেটে জিতে প্রতিদ্বন্দ্বীদের বার্তাও দিয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি। কিন্তু ফিরতে না ফিরতেই আবার ছিটকে পড়লেন নাদাল। ব্রিসবেনের ওই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পাওয়া চোটে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনও খেলতে পারবেন না ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

৩৭ বছর বয়সী নাদাল শুক্রবার ব্রিসবেনে কোয়ার্টার ফাইনালে হেরে যান জর্ডান টম্পসনের কাছে। সেই ম্যাচের সময়েই নিতম্বের চোটে পড়েন। নাদাল জানিয়েছেন, নিতম্বের মাংসপেশি সূক্ষ্মভাবে ছিঁড়ে (টিয়ার) গেছে। তবে নিতম্বের যে চোটে ভুগে লম্বা সময় বাইরে ছিলেন, এবারের চোটটা সেই জায়গার নয়।

নতুন করে চোটে পড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন নাদাল, ‘ব্রিসবেন শেষ ম্যাচটা খেলার সময় মাংসপেশিতে হালকা সমস্যা দেখা দেয়, আমি তাতে উদ্বিগ্ন হয়ে পড়ি। মেলবোর্নে পৌঁছানোর পর এমআরআই করানোর সুযোগ হয়। সেখানেই সূক্ষ্ম টিয়ার ধরা পড়ে। তবে ভালো খবর হলো, আগে যেখানে ছিল, এবারেরটি সেখানে নয়। এ অবস্থায় আমি পাঁচ সেটের ম্যাচ খেলার মতো প্রস্তুত নই। এখন স্পেনে ফিরে গিয়ে আমার চিকিৎসকের কাছে যাব, চিকিৎসা নেব ও বিশ্রাম করব।’

যন্ত্রণাকাতর নাদাল: ব্রিসবেন ইন্টারন্যাশনালের কোয়ার্টার ফাইনালের একটি মুহূর্ত
এএফপি

চোট থেকে ফেরার পর অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন নাদাল। চোটের খবর জানাতে গিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারার দুঃখও ঝরিয়েছেন নাদাল, ‘কোর্টে ফিরতে বছরজুড়েই প্রচণ্ড পরিশ্রম করেছি। আমি সব সময়ই বলে এসেছি, তিন মাসের মধ্যে আমি নিজের সেরা অবস্থায় ফিরে যেতে চাই। মেলবোর্নের দর্শকের সামনে খেলতে না পারাটা অবশ্যই দুঃখের খবর, তবে অতটা বাজে খবরও নয়। মৌসুমের বাকি সময়টায় কী হবে না হবে, সেটি নিয়ে আপাতত ইতিবাচকই আছি।’

আরও পড়ুন

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর আর গ্র্যান্ড স্লামে অংশ নিতে পারেননি নাদাল। সেবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর ফ্রেঞ্চ ওপেনটাও জিতে নাদালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা কেড়ে নেন নোভাক জোকোভিচ।

আরও পড়ুন