২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গফকে উড়িয়ে হ্যাটট্রিকের সামনে সিওনতেক

গফকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন ইগা সিওনতেকএএফপি

অন্যরকম এক হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ইগা সিওনতেক। এবারের ফ্রেঞ্চ ওপেন জিতলেই রোলাঁ গারোতে টানা তৃতীয় শিরোপা হয়ে যাবে তাঁর। সব মিলিয়ে পোল্যান্ডের তারকা পাঁচ বছরের মধ্যে এখানে জিতবেন তাঁর চতুর্থ শিরোপা। আর ক্যারিয়ারে পঞ্চম। এর আগে তিনি জিতেছেন তিনটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেন।

আরও পড়ুন

অসাধারণ এই মাইলফলকের সামনে সিওনতেক দাঁড়িয়েছেন আজ সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর এই প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিন বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের মাইলফলকের সামনে সিওনতেক। সেই ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পাবেন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া ইতালির জাসমিন পাওলিনি ও রাশিয়ার মিরা আন্দ্রিভার মধ্যে বিজয়ীকে।

গফকে হারাতে দ্বিতীয় সেটেই যা একটু লড়াই করতে হয়েছে সিওনতেককে। ম্যাচ শেষে সেই সেট নিয়ে সিওনতেক বলেছেন, ‘দ্বিতীয় সেটে লড়াইটা খুব আঁটসাঁট ছিল। কিন্তু আমি খুশি যে নিজের ট্যাকটিকসে ধারাবাহিক থাকতে পেরেছি।’